E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

টাঙ্গাইলে সড়ক ও জনপথের জায়গা দখল করে অবৈধ ঘর নির্মাণ

২০১৬ ফেব্রুয়ারি ০২ ১৯:৫০:২৫
টাঙ্গাইলে সড়ক ও জনপথের জায়গা দখল করে অবৈধ ঘর নির্মাণ

টাঙ্গাইল প্রতিনিধি : টাঙ্গাইলের কালিহাতীতে সড়ক ও জনপথের জায়গা দখল করে দুটি বিশাল ঘর নির্মাণ করছে স্থানীয় প্রভাবশালীরা। উপজেলার কাঁচা বাজার সংলগ্ন ওই জায়গাটি খানা থাকায় প্রভাবশালীরা মাটি ভরাট করে দুটি বড় ঘর নির্মাণের কাজ চলছে।

সরেজমিন পরিদর্শনে ওই বাজার সমিতির সাধারণ সম্পাদক স্বপন সিদ্দিকী বলেন, তারা স্থানীয় প্রশাসন ও সড়ক ও জনপথ বিভাগকে অবগত করেই এই ঘর নির্মান করছেন। এ ছাড়া তিনি সরকারি দলের দাপট দেখিয়ে সংবাদ প্রকাশ করতে নিষেধ করেন।

এ ব্যাপারে সড়ক ও জনপথ বিভাগের উপ বিভাগীয় প্রকৌশলী নাজমুল ইসলাম খান জানান, তিনি ঘটনার বিষয়ে অবগত হয়ে কালিহাতী থানার ওসিকে এ ব্যাপারে ব্যবস্থা নিতে বললে তিনি কোন ব্যবস্থা গ্রহন করেনি।

স্থানীয় প্রশাসনকে বারবার বলা সত্বেও তারা কোন পদক্ষেপ নেয়নি। অপরদিকে, উপসহকারী প্রকৌশলী আল আমীনকে বারবার ফোন করেও পাওয়া যায়নি।

স্থানীয়দের মতে উপসহকারী প্রকৌশলী আল আমীনকে কৌশলে ম্যানেজ করেই তারা ওই ঘর নির্মাণ করছেন।

স্থানীয় সচেতন মহলের দাবী এভাবে স্থানীয় প্রভাবশালীরা সড়ক ও জনপথের কোটি কোটি টাকার ভূমি বেদখল করে ভবন নির্মন করেছেন।


(আরকেপি/এস/ফেব্রুয়ারি০২,২০১৬)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test