E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

আইনমন্ত্রীর সঙ্গে একমত খাদ্যমন্ত্রী

২০১৪ জুন ০১ ১৪:১৬:২১
আইনমন্ত্রীর সঙ্গে একমত খাদ্যমন্ত্রী

স্টাফ রিপোর্টার : খাদ্যমন্ত্রী এ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, জামায়াত নিয়ে আইনমন্ত্রী যে কথা বলেছেন তা সম্পূর্ণ সঠিক।

রোববার বেলা ১১টার দিকে পাবলিক লাইব্রেরি মিলনায়তনে ‘নজরুল সাহিত্যে অসাম্প্রদায়িক চিন্তা-চেতনা ও চলমান রাজনীতি’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

তিনি বলেন, সময়মত তাদের বিরুদ্ধে সব ব্যবস্থা গ্রহণ করা হবে। আর এজন্য জনগণকে অপেক্ষা করতে হবে। অযথা আমাদের বিরুদ্ধে বিভ্রান্তি সৃষ্টির কোন সুযোগ নেই।

বিএনপি’র সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান সম্পর্কে তিনি বলেন, সে একজন ফেরারি আসামি, একটি হুশের পাগল এবং বেয়াদব। এই অর্বাচীন ছেলে সম্পর্কে কথা বলাই ভুল।

বিএনপি’র ভারপ্রাপ্ত মহসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে উদ্দেশ্য করে তিনি বলেন, আপনাদের সাথে জনগণ নেই। শুধু শুধু আজ আন্দোলন করব, কাল আন্দোলন করব বলে জনগণকে ধোকা দিচ্ছেন। যদি সামর্থ থাকে তাহলে আন্দোলন একবার করে দেখান।

খাদ্যমন্ত্রী বলেন, আজকে জামায়াতের বিচার নিয়ে অনেকে অনেক কথা বলেন। বিভ্রান্তি সৃষ্টি করার চেষ্টা করছেন। আইনমন্ত্রী যে বক্তব্য দিয়েছেন, আইনের যে ব্যাখ্যা দিয়েছেন সেটা সঠিক ব্যাখ্যা দিয়েছেন। ঠিক সময়ে যুদ্ধাপরাধীদের বিচার হবে। সময় বলে দেবে কোন কাজটা কোন সময়ে করতে হবে। অতি বিপ্লবী বা অতি উৎসাহী হওয়ার সুযোগ নেই। আমরা আমাদের কাজ চালিয়ে যাচ্ছি।

বিশ্ব বাঙ্গালি সম্মেলনের সভাপতি কবি মুহম্মদ আবদুল খালেকের সভাপতিত্বে আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ শান্তি পরিষদের সভাপতি মোজাফফর হোসেন পল্টু, সংগঠনের মহসচিব সালাম মাহমুদ প্রমুখ।

এশিয়ান জার্নালিস্ট হিউম্যান রাইটস এন্ড কালচারাল ফাউন্ডেশন (এজাহিকাফ) এ আলোচনা সভার আয়োজন করে।

(ওএস/এটিআর/জুন ০১, ২০১৪)

পাঠকের মতামত:

২৮ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test