E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

কপির মূল্য চরম হ্রাস, বিপাকে বালিয়াকান্দির কৃষকেরা

২০১৬ ফেব্রুয়ারি ০৪ ২০:০৯:২৮
কপির মূল্য চরম হ্রাস, বিপাকে বালিয়াকান্দির কৃষকেরা

বালিয়াকান্দি(রাজবাড়ী) প্রতিনিধি : জমির উর্বরতার কারণে বালিয়াকান্দির সব কৃষি জমিতে জনপ্রিয় এই সবজির চাষ করা না গেলেও পাশ্ববর্তী জেলা সহ ঢাকার বিভিন্ন স্থানে এই জনপ্রিয় সরবরাহ করে বালিয়াকান্দির কৃষকেরা।

কপির মূল্য চরম হ্রাস, বিপাকে বালিয়াকান্দির কৃষকেরা

সরকারি হিসাব মতে এই উপজেলার মোট সাতশত একর জমিতে কৃষিপণ্যের আবাদ করা হয় এর মধ্যে অন্যতম হল জামালপুর এবং বহরপুর ইউনিয়ন। মোট উৎপাদনের প্রায় ৯০ভাগই এই দুই ইউনিয়নে চাষ করা হয়ে থাকে। বর্তমান বাজার মূল্য দেখে অনেক কৃষক তার উৎপাদিত পণ্য বিক্রয় থেকে নিজেকে গুটিয়ে নিচ্ছে। বর্তমান পরিস্থিতি সম্পর্কে জানতে চাইলে তাপস সরকার বলেন, আমাদের এখানে পঁচিশ শতাংশ ফুলকপি উৎপাদন করতে খরচ হয় ১৬,০০০/= (ষোল হাজার টাকা) কিন্তু বাজার মূল্য ৫,০০০/= টাকা। উৎপাদনের পরে বাজারজাতকরণ এবং পরিবহন ব্যায় মিলে বাজার মূল্য এসে দাঁড়ায় প্রায় চার হাজার টাকা। তিনি আরো বলেন বাংলাদেশে আমরাই একমাত্র কৃষক যারা মমতা দিয়ে ফসল ফলালেও শুধুমাত্র লোকসানের ভয়ে ক্ষেতেই রেখে আসি। বালিয়াকান্দির অনেক হাট ঘুরে দেখা যায় প্রতি কেজি ফুলকফি দুই টাকা দরে বিক্রি হচ্ছে। প্রতি কেজির মূল্য কত হলে উৎপাদন খরচ হাতে আসবে এমন প্রশ্ন করা হলে মোঃ ময়েন বিশ্বাস (৫২) বলেন পরিবহন ব্যায় বাদে যদি প্রতি কেজির মূল্য ৬/৭টাকা হয় তবে লোকসান হবে না। তিনি আরো বলেন আমাদের এখানে যে দুই ধরনের কফি উৎপাদন হয় তা সংরক্ষণের কোন ব্যবস্থা নেই তিনি আরো বলেন এই ফুলকপি এমন একটি কৃষিপণ্যয যা সঠিক সময়ের একদিন বেশি পর্যন্ত ক্ষেতে রাখা যায় না।

(ডিবি/পি/ফেব্রুয়ারি ০৪, ২০১৬)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test