E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নায়েক সুবেদার মিজানুর রহমানের লাশ কক্সবাজারে নেয়া হয়েছে

২০১৪ জুন ০১ ১৬:০০:৩৬
নায়েক সুবেদার মিজানুর রহমানের লাশ কক্সবাজারে নেয়া হয়েছে

বান্দরবান প্রতিনিধি : মায়ানমার সীমান্তরক্ষী বাহিনী বিজিপি‘র গুলিতে নিহত বিজিবি’র নায়েক সুবেদার মিজানুর রহমানের মরদেহ নাইক্ষ্যংছড়ি ৩১ ব্যাটেলিয়ান সদর দপ্তর থেকে কক্সবাজারে নেয়া হয়েছে। ময়নাতদন্ত শেষে তার গ্রামের বাড়িতে রাষ্ট্রিয় মর্যাদায় দাফন করা হবে।

বিজিবি চট্টগ্রাম রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ আহম্মদ আলী সাংবাদিকদের বলেন, আজকে বিজিবি সদস্যের মরদেহের ময়না তদন্ত’সহ আনুসাঙ্গিক প্রক্রিয়া শেষ করা হবে। জানাজা শেষে সোমবার হেলিকপ্টারযোগে মরদেহটি তার গ্রামের বাড়ি কুমিল্লার দেবিদ্বারে নেয়া হবে। সেখানে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন করা হবে।
তিনি আরো জানান, সীমান্তে সর্বাত্মক সতর্কবস্থায় রয়েছেন বিজিবি। পরিস্থিতি মোকাবেলায় সব ধরণের প্রস্তুতি রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশের। বিজিবি বন্ধুত্ব পছন্দ করে তার মানে এই নয় যে নিজের ক্ষতি করে বন্ধুত্ব করতে হবে। নিজের উপর আঘাত আসলে অবশ্যই প্রতিহত করা হবে। সেক্টর কমান্ডার লেভেলে আগামী ৫ তারিখ পতাকা বৈঠক হওয়ার কথা রয়েছে। বিচ্ছিন্নতাবাদী সংগঠন সম্পর্কে তিনি বলেন, এ দেশের মাটিতে কোন সন্ত্রাসীকে পশ্রয় দেয়া হয় না। এ দেশের মাটিতে থেকে বন্ধুপ্রতিম রাষ্ট্রের বিরুদ্ধে কাজ করবে সেটা বরদাস্ত করা হবে না।
প্রসঙ্গত: গত বুধবার সকালে (২৮মে) নাইক্ষ্যংছড়িতে দৌছড়ির পাইনছড়ি সীমান্তে বিজিবি টহল দলের উপর গুলি বর্ষণ করেন মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনী। এতে গুলিবিদ্ধ হয়ে পাইনছড়ি ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার মিজানুর রহমান মারা যান।
(এএফবি/এএস/জুন ০১, ২০১৪)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test