E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

আত্রাইয়ে ২ মানবপাচারকারী গ্রেফতার

২০১৬ ফেব্রুয়ারি ০৬ ১৬:১৩:২৪
আত্রাইয়ে ২ মানবপাচারকারী গ্রেফতার

নওগাঁ প্রতিনিধি : শুক্রবার রাতে নওগাঁর আত্রাইয়ে ২ মানবপাচারকারীকে গ্রেফতার করেছে র‌্যাব। র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)- ৫ বাগমারা ক্যাম্পের সদস্যরা তাদের গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলো, আত্রাই  উপজেলার শাহাগোলা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি সদস্য শামসুল আলম (৫০) ও রাণীনগর উপজেলার বাহাদুরপুর গ্রামের আক্কেল মাস্টারের ছেলে হিরন (৩৮)। পুলিশ শনিবার গ্রেফতারকৃত দুইজনকে নওগাঁ আদালতে সোপর্দ করেছে। 

মামলার তদন্তকারী কর্মকর্তা ও আত্রাই থানার ওসি (তদন্ত) শামসুল আলম বলেন, শামসুল ও হিরন বিগত ২০১৩ সালের নবেম্বর মাসে আত্রাই উপজেলার সিংসাড়া গ্রামের মোবারকের ছেলে শাহিন প্রাং (২৩), আফছার আলীর ছেলে সবুজ (৩০) ও লূৎফরের ছেলে মাসুদ রানাকে (২৮) বিদেশ পাঠানোর প্রলোভন দিয়ে তাদের কাছ থেকে সাড়ে ১৩ লাখ টাকা গ্রহন করে। দীর্ঘ দুই বছরেও তাদের বিদেশ পাঠাতে না পারলে ২০১৫ সালের শেষের দিকে আরও টাকার দাবি করে। নিরুপায় হয়ে তারা আরও ১২ লাখ টাকা তাদেরকে প্রদান করে।

অবশেষে শাহিন, সবুজ ও মাসুদকে গত ২০১৫ সালের শেষের দিকে বিদেশ পাঠানোর জন্য ঢাকায় নিয়ে যাওয়া হয়। এর পর থেকে পরিবারের লোকজনের সঙ্গে তাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এ দিকে গত ২৯ ডিসেম্বর শাহিনের বাবার কাছে একটি ফোন আসে যে, তাদেরকে দক্ষিণ আফ্রিকার একটি নির্জন কক্ষে বন্দি রাখা হয়েছে। আরও টাকা না দিলে হত্যার হুমকি দেয়া হয়। এমন ফোন প্রাপ্তির পর গত ২ জানুয়ারি শাহিনের বাবা মোবারক বাদি হয়ে আত্রাই থানায় মানবপাচার আইনে একটি মামলা দায়ের করেন।

এদিকে মামলা দায়েরের পর থেকে আসামি শামসুল আলম ও হিরন পলাতক ছিল। শুক্রবার র‌্যাব- ৫ বাগমারা ক্যাম্পের সদস্যরা পৃথক অভিযান চালিয়ে শামসুল আলম ও হিরনকে গ্রেফতার করে আত্রাই থানা পুলিশের নিকট হস্তান্তর করে।

(বিএম/এএস/ফেব্রুয়ারি ০৬, ২০১৬)

পাঠকের মতামত:

৩০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test