E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বাগেরহাটে  বিএনপি’র সাধারণ সম্পাদকসহ দুই নেতা কারাগারে

২০১৬ ফেব্রুয়ারি ০৭ ১৮:৫৮:২১
বাগেরহাটে  বিএনপি’র সাধারণ সম্পাদকসহ দুই নেতা কারাগারে

বাগেরহাট প্রতিনিধি:বাগেরহাটে দ্রুত বিচার আইনে নাশকতার পৃথক দু’টি মামলায় সাজাপ্রাপ্ত বাগেরহাট জেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যাপক আলী রেজা বাবু ও বাগেরহাট সদর উপজেলার গোটাপাড়া ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সভাপতি মো. বাশারাত হাওলাদারকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

বিএনপির এদুই নেতা রবিবার দুপুরে বাগেরহাটের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে বিচারক মো. জাহিদুল আজাদ তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।

আমামী পক্ষের আইনজীবি এ্যাডভোকেট শহিদুল ইসলাম জানান, চলতি বছরের ১৩ জানুয়ারি দ্রুত বিচার আইনে নাশকতার পৃথক দুটি মামলার রায়ে আদালত তার মক্কেলদের তিন বছরের করাদন্ড এবং ৫ হাজার টাকা করে জরিমানা করেন। ওই মামলায় আত্মসমর্পণ করে রোববার আদালতে এসে জামিন আবেদন করলে বিচারক এদুই নেতাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন

আদালত সূত্রে জানাগেছে, বিগত ২০১৩ সালের ২০ অক্টোবর সদর উপজেলার বিষ্ণুপুুর ইউনিয়নের কু-কুড়ামারা এলাকায় আওয়ামী লীগ নেতা-কর্মীদের উপর হামলা, মোটরসাইকেল ভাঙচুর ও টাকা-পয়সা ছিনতাইয়ের অভিযোগে স্থানীয় মিজানুর রহমান বাদি হয়ে বাগেরহাট মডেল থানায় ১০৮ জনের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে একটি মামলা (৪৭৫/১৩) দায়ের করেন। মামলার তদন্ত কর্মকর্তা এসআই ফররুখ আহমেদ ওই বছরের ৩০ অক্টোবর ৯৫ জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দেন। ১৩ জানুয়ারি আদালত এই মামলার রায়ে ২৩ জনকে ৩ বছরের কারাদন্ড, ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৩ মাসের কারাদন্ডাদেশ প্রদান করেন। বাগেরহাট জেলা বিএনপির সাধারণ সম্পাদ অধ্যাপক আলী রেজা বাবু এই মামলার দন্ডপ্রাপ্ত আসামী।

অপর দিকে ২০১৩ সালের ১০ আগস্ট বাগেরহাট সদর উপজেলার গোটাপাড়া ইউনিয়নের মুক্ষ্যাইট মোড এলাকায় স্থানীয় আওয়ামী লীগ কার্যালয় হামলা-ভাংচুর ও অগ্নিসংযোগ এবং প্রধানমন্ত্রীর ছবি অবমাননার অভিযোগে বাগেরহাট মডেল থানায় একটি মামলা (৩৭০/১৩) দায়ের করা হয়। স্থানীয় আওয়ামী লীগ নেতা আব্দুল গফ্ফারে দায়ের করা ওই মামলায় ১১৭ জনকে আসামী করা হয়।

বাগেরহাট মডেল থানার তৎকালীন উপপরিদর্শক মো. এনায়েত ওই বছরের ২০ আগস্ট ১১২ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করে। ১৩ জানুয়ারি রায়ে আদালত বিএনপি-জামাতের ১১ জনকে অভিযুক্ত করে ওই সাজা প্রদান করেন। গোটাপাড়া ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সভাপতি মো. বাশারাত হাওলাদার এই মামলার দন্ডপ্রাপ্ত আসামী।
(এসএক/এস/ফেব্রুয়ারি০৭,২০১৬)

পাঠকের মতামত:

২১ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test