E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

তাড়াশে চেয়ারম্যান পদে ৫৫ প্রার্থীর দলীয় মনোনয়ন পত্র উত্তোলন

২০১৬ ফেব্রুয়ারি ০৭ ২০:৩৮:০৬
তাড়াশে চেয়ারম্যান পদে ৫৫ প্রার্থীর দলীয় মনোনয়ন পত্র উত্তোলন

তাড়াশ(সিরাজগঞ্জ) প্রতিনিধি : ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে রবিবার শেষ দিনে তাড়াশ উপজেলার ৮টি ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদে আওয়ামীলীগের দলীয় মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন ৫৪জন প্রার্থী। ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে তাড়াশে আওয়ামীলীগের দলীয় মনোনয়ন পত্র বিতরণ শুরু গত ১ ফেব্রুয়ারি থেকে। ৭ ফেব্রুয়ারি রবিবার ছিল মনোনয়ন পত্র সংগ্রহ করার শেষ দিন। দলীয় মনোনয়ন পাবার আশায় তাড়াশ উপজেলার ৮টি ইউনিয়ন থেকে ৫৪জন দলের নেতাকর্মী ও সমর্থকদ্বয় মনোনয়ন পত্র উত্তোলন করেছেন।

দলীয় সূত্রে জানা গেছে, প্রথমবার দলীয় প্রতীক নৌকা মার্কা নিয়ে ইউনিয়ন পরিষদ নির্বাচনে একক প্রার্থী নির্ধারণ করার লক্ষে উপজেলা আওয়ামীলীগের বর্ধিত সভায় দলীয় মনোনয়ন পত্র বিতরণ করার সিদ্ধান্ত গৃহীত হয়। দলীয় সিদ্ধান্ত মোতাবেক গত ১ফেব্রুয়ারি থেকে দলীয় মনোনয়ন পত্র বিতরণ শুরু হয় এবং রবিবার ছিল শেষ দিন। ১নং তালম ইউনিয়ন থেকে ৪জন প্রার্থী দলীয় মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন বর্তমান চেয়ারম্যান ও তালম ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ আব্বাসুজ্জামান আব্বাস, ইউনিয়ন আ’লীগের সহ-সভাপতি মোঃ জয়নুল আবেদীন, সাধারণ সম্পাদক আব্দুল খালেক ও মুত্তালিব সরকার শিশির। ২নং বারুহাস ইউনিয়ন থেকে ৫জন প্রার্থী দলীয় মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন, ইউনিয়ন কৃষকলীগের সভাপতি আলহাজ আব্দুর রাজ্জাক, ইউনিয়ন আ’লীগের সভাপতি মোঃ মঈনুল হক, সাধারণ সম্পাদক মোঃ আব্দুর রাজ্জাক বিএসসি, মোঃ আব্দুল হামিদ সরকার ও মোঃ মোক্তার হোসেন। ৩নং সগুনা ইউনিয়ন থেকে ১১জন প্রার্থী দলীয় মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন। উপজেলা আ’ লীগের সাংগঠনিক সম্পাদক সাবেক চেয়ারম্যান মোঃ নজরুল ইসলাম চৌধুরী, ইউনিয়ন আ’লীগের সভাপতি আব্দুল গনি মাস্টার, সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম সেখ, যুগ্ম সাধারণ সম্পাদক জুলফিকার আলী ভুট্ট, উপজেলা কমিটির সদস্য টিএম আব্দুল্লাহেল বাকী, মোঃ সোলায়মান আলী, প্রভাষক মোঃ আব্দুল আজিজ, আলহাজ মোঃ সিরাজুল ইসলাম তালুকদার, মোঃ রবিউল করিম রনি, মোঃ আব্দুল আজিজ, মোঃ খালিদ হাসান তুহিন। ৪নং মাগুড়াবিনোদ ইউনিয়ন থেকে ৬জন প্রার্থী দলীয় মনোনয়ন পত্র উত্তোলন করেছেন। বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ নজরুল ইসলাম বাচ্চু, ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক এম আতিকুল ইসলাম বুলবুল, ইউনিয়ন আ’লীগের যুগ্ন সম্পাদক মোঃ জসিম উদ্দিন, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মোঃ আব্দুল খালেক পিয়াস, সাবেক ভাইস চেয়ারম্যান মোঃ নাজিম উদ্দিন আহম্মেদ, প্রভাষক নজরুল ইসলাম মোল্লা। ৫নং নওগা ইউনিয়ন থেকে ৮জন প্রার্থী দলীয় মনোনয়ন পত্র উত্তোলন করেছেন। উপজেলা আ’লীগের সদস্য মোঃ মিজানুর রহমান সরকার মজনু, মোঃ ইউনুস আলী তাড়াশী, আব্দুল হাই চৌধুরী, সাবেক সেনা সদস্য সাবেদ আলী, মোঃ মফিদুল ইসলাম নান্নু, মোঃ মনিরুজ্জামান রিপন, মোঃ মোফাজ্জল হোসেন ও বর্তমান চেয়ারম্যান আব্দুস সামাদ খন্দকার। ৬নং তাড়াশ সদর ইউনিয়ন থেকে ৯জন প্রার্থী দলীয় মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন। উপজেলা আও’লীগের সহসভাপতি প্রকাশ চন্দ্র সরকার, উপজেলা আ’লীগের যুগ্ম সম্পাদক এস আলম, উপজেলা আ’লীগের মহিলা বিষয়ক সম্পাদিকা মোছাঃ মর্জিনা খাতুন, উপজেলা আ’লীগের সদস্য মীর আব্দুল গফুর, সদর ইউনিয়ন আ’লীগের সভাপতি মোঃ আব্দুর রাজ্জাক, কৃষকলীগ নেতা মোঃ জহুরুল ইসলাম, যুবলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ শামীম আহম্মেদ শান্ত, ছাত্রনেতা বাবুল শেখ ও মীর শহিদুল ইসলাম। ৭নং মাধাইনগর ইউনিয়ন থেকে ৬জন প্রার্থী দলীয় মনোনয়ন পত্র উত্তোলন করেছেন। মাধাইনগর ইউনিয়ন আ’লীগের সভাপতি মোঃ আবু হাসান মির্জা, সাবেক সভাপতি জহুরুল ইসলাম মাস্টার, মোঃ জহুরুল ইসলাম সরকার জহির, সাবেক চেয়ারম্যান সাধন চন্দ্র কর, মোঃ আব্দুল হান্নান, ইউপি সদস্য মোঃ আব্দুস সাত্তার মন্ডল। ৮নং দেশীগ্রাম ইউনিয়ন থেকে ৬জন প্রার্থী দলীয় মনোনয়ন পত্র উত্তোলন করেছেন। দেশিগ্রাম ইউনিয়ন আ’লীগের সভাপতি মোঃ আব্দুল কুদ্দুস, সাধারণ সম্পাদক জ্ঞানেন্দ্র নাথ বসাক, বর্তমান চেয়ারম্যান মোঃ আব্দুস সামাদ মাস্টার, সাবেক চেয়ারম্যান মরহুম খলিলুর রহমান তালুকদারের জেষ্ঠ্য পুত্র মোঃ আব্দুল খালেক তালুকদার, ইউপি সদস্য ও যুবলীগের ইউপি সাবেক সভাপতি মোঃ আব্দুর রাজ্জাক ও এস এম জামাল মাস্টার। দলীয় কার্যালয়ে মনোনয়ন পত্র বিতরণের সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মোঃ আব্দুল হক, সাধারণ সম্পাদক সঞ্জিত কর্মকার, উপজেলা ভাইসচেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ ফরহাদ আলী বিদ্যুৎ, মহিলা ভাইসচেয়ারম্যান ও উপজেলা মহিলা আওয়ামীলীগের সভানেত্রী মোছাঃ মনোয়ারা খাতুন মিনি, উপজেলা যুবলীগের সভাপতি মোঃ আনোয়ার হোসেন খান, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক রজত কুমার ঘোষ, সাংগঠনিক সম্পাদক শাহিনুর আলম লাবু, মহিলা বিষয়ক সম্পাদক মর্জিনা খাতুন, উপজেলা ছাত্রলীগ সভাপতি আনিস প্রধান প্রমুখ।

(এমএমএইচ/পি/ফেব্রুয়ারি ০৭, ২০১৬)

পাঠকের মতামত:

১০ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test