E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শ্রমিক নির্যাতনের প্রতিবাদে ঠাকুরগাঁওয়ে অনির্দিষ্ট কালের কর্মবিরতি

২০১৬ ফেব্রুয়ারি ০৭ ২১:২০:৩৬
শ্রমিক নির্যাতনের প্রতিবাদে ঠাকুরগাঁওয়ে অনির্দিষ্ট কালের কর্মবিরতি

ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ে শ্রমিক নির্যাতনের প্রতিবাদে অনিদির্ষ্টকালের জন্য  কর্মবিরতি পালন করছে জেলার ট্রাক-ট্যাংকলরী ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়ন। রবিবার সকাল ৮টা থেকে ঢাকা-ঠাকুরগাঁও মহাসড়কে এ কর্মবিরতি পালন করে শ্রমিকরা।

জানা যায়, জমির বিরোধ নিয়ে ট্যাংকলরী শ্রমিক সদস্য আসাদুল কে বিপিন চন্দ্র বর্মন ও তার দলের লোকজন গত ১৯তারিখে মারধর করে। পরে শ্রমিক নির্যাতনের খবর পেয়ে ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী ঘটনাস্থলে গেলে বিপিনের লোকজন তাদেরও মোটর সাইকেল ও বাই সাইকেলে আগুন জ্বালিয়ে দেয়।

এ বিষয়ে জেলা ট্রাক সমিতির সভাপতি জয়নুদ্দিন জানান, শ্রমিকদের ক্ষয় ক্ষতি পুরণ ও যেসব ব্যক্তি কে এঘটনায় অভিযুক্ত করা হয়েছে তাদের কে দ্রুত বিচারের আওতায় নিয়ে আসতে হবে। দাবি মানা নাহলে কর্মসুচি আরো জোরদার করা হবে বলেও কঠোর হুশিয়ারি দেন তিনি।

এদিকে ঢাকা ও বিভিন্ন জেলা থেকে ছেড়ে আসা মালবাহী ট্রাক গুলো পড়ছে ভীষণ দুর্ভোগে। এসব ট্রাক ড্রাইভারগণ জানান, মাল নির্দিষ্ট সময়ে না পৌছলে অনেক লোকসানের মুখে পড়বে মালিক পক্ষ।

(এফআর/এস/ফেব্রুয়ারি০৭,২০১৬)

পাঠকের মতামত:

২৩ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test