E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বাগেরহাটে সদর হাসপাতালে চিকিৎসক সংকট

২০১৬ ফেব্রুয়ারি ০৮ ১৭:৩২:০২
বাগেরহাটে সদর হাসপাতালে চিকিৎসক সংকট

বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটে সদর হাসপাতালে চিকিৎসক সংকটে স্বাস্থ্যসেবা ব্যাহত হচ্ছে। সোমবার দুপুরে সদর হাসপাতাল সভা কক্ষে সচেতন নাগরিক কমিটি সনাকের উদ্যোগে বাগেরহাট সদর হাসপাতালের সেবার মানোন্নয়নে করণীয় শীর্ষক‘যৌথ মতবিনিময় সভায় এ তথ্য উঠে এসেছে।

মতবিনিময় সভায় হাসপাতালের সেবা সম্পর্কিত বিষয়ে বেশ কিছু সেবাগ্রহীতা সরাসরি প্রশ্ন ও তাদের মতামত প্রদান করেন। বাগেরহাটের সিভিল সার্জন ডা: অরুন চন্দ্র মন্ডল সেবাগ্রহীতাদের বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান করেন। অধিকাংশ সেবা গ্রহীতাই এসময় হাসপাতালের সেবায় ডাক্তার সংকটের কারনে অসন্তোষ প্রকাশ করেন। তবে সভায় সিভিল সার্জন বলেন, ৫০ শয্যার অবকাঠামো ও জনবল নিয়ে প্রতিদিন প্রায় ১০০ থেকে ১৫০ জনের সেবা দিতে হয়। তারপরও অর্থপেডিকস, গাইনী, সার্জারি এবং চক্ষু বিভাগে চিকিৎসক সংকট রয়েছে। এ ছাড়া জনবলের অভাবে দর্শনার্থী নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়েছে। তারপরও সেবাপ্রদানে কাউন্সিলিং করাসহ আরো আন্তরিক হওয়ার জন্য তিনি নার্স ও ডাক্তারদের পরামর্শ দেন।

বাগেরহাটের সিভিল সার্জন ডা: অরুন চন্দ্র মন্ডল এর সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য দেন সনাক সভাপতি এডভোকেট রাম কৃষ্ণ বসু, সদস্য খোন্দকার আছিফউদ্দিন রাখী, আবাসিক মেডিকেল অফিসার ডা: শেখ মো: মোশাররফ হোসেন, জুনিয়র কন: ডা: সৈয়দা রূখসানা পারভীন, ওয়ার্ড মাস্টার মোল্লা নজরুল ইসলাম, নার্সিং সুপারভাইজারসহ বাগেরহাট সদর বিভিন্ন স্তরের কর্মকর্তা ও কর্মচারীৃন্দ। সভায় সঞ্চালনা করেন সনাকের বাগেরহাট’র স্বাস্থ্য বিষয়ক উপকমিটির সদস্য বাবুল সরদার।

(একে/এএস/ফেব্রুয়ারি ০৮, ২০১৬)

পাঠকের মতামত:

২১ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test