E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

মা-ছেলে হত্যার মূল আসামি গ্রেপ্তার

২০১৬ ফেব্রুয়ারি ০৯ ১১:৫৬:২৪
মা-ছেলে হত্যার মূল আসামি গ্রেপ্তার

চট্টগ্রাম প্রতিনিধি :চট্টগ্রাম নগরীর পূর্ব মাদারবাড়িতে মা-ছেলে হত্যার পাঁচ বছর পর ঘটনার মূল আসামি মো. রুবেলকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে পুলিশ। সোমবার রাতে কর্ণফুলী থানার এস আলম সুপার মিলের পেছনের বস্তি থেকে রুবেলকে গ্রেপ্তার করা হয়।

সূত্র জানায়, ২০১১ সালের ২ ডিসেম্বর ডবলমুরিং থানার পূর্ব মাদারবাড়ি এলাকার সিআরবি বস্তিতে মাদক ব্যবসার প্রতিবাদ করায় মা-ছেলেকে কুপিয়ে খুন করে কিছু মাদক ব্যবসায়ী। ঘটনার মূল আসামি মাদক ব্যবসায়ী রুবেল এতদিন ধরাছোঁয়ার বাইরে থাকলেও পাঁচ বছর পর এসে তাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) পরিদর্শক আবু জাফর মো. ওমর ফারুক জানান, ডবলমুরিং থানা প্রথমে জোড়া খুনের ঘটনা তদন্তের দায়িত্ব পায়। কিন্তু মূল আসামির কোনো হদিস না পেয়ে তার নাম ছাড়াই আদালতে অভিযোগপত্র দাখিল করে তদন্তকারী কর্মকর্তা। অভিযোগপত্রে মূল আসামির নাম না থাকায় আদালত তা গ্রহণ না করে সিআইডিকে তদন্তের দায়িত্ব দেন।

সিআইডিও তদন্তে মূল আসামিকে খুঁজে পায়নি। তাই তারাও আসামির নাম ছাড়া অভিযোগপত্র আদালতে দাখিল করেন। অভিযোগপত্র গ্রহণ না করে আদালত তদন্তের দায়িত্ব দেন পিআইবিকে। সোমবার রাতে জোড়া খুনের মূল হোতা রুবেলকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পিআইবির সদস্যরা।

(ওএস/এস/ফেব্রুয়ারি০৯,২০১৬)

পাঠকের মতামত:

২২ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test