E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শাহজাদপুরে বিরোধপূর্ণ বাড়ি দখল নিয়ে সংঘর্ষ, আহত ২৫

২০১৬ ফেব্রুয়ারি ০৯ ১৭:০১:৪২
শাহজাদপুরে বিরোধপূর্ণ বাড়ি দখল নিয়ে সংঘর্ষ, আহত ২৫

সিরাজগঞ্জ প্রতিনিধি : মঙ্গলবার সকালে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পোরজনা ইউনিয়নের নন্দলালপুর গ্রামের মোল্লা গোষ্ঠি ও সরকার গোষ্ঠির  বিরোধপূর্ণ বাড়ির জায়গার দখল নিয়ে এক ভয়াবহ রক্তক্ষয়ী হামলা সংঘর্ষের ঘটনা ঘটে।

এতে উভয় পক্ষের নারী ও শিশুসহ ২৫ জন আহত হয়েছে। এদের মধ্যে আশংকাজনক অবস্থায় ১৫ জনকে শাহজাদপুর, সিরাজগঞ্জ ও ঢাকা সহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। গুরুতর আহতরা হলেন আব্দুল আলিম (৩৬), হাসান (৩২), আরিফ (২৮), জলিল (৭০), আয়শা (৬০), সাইফুদ্দিন (৬০), রাজ্জাক (৬০), ঠান্ডু (৪৫), লাবনী (১৩), হাসনা (৫৫), পরিস্কার বানু (৫৫), বাগানী বেগম (৪৫), সাফিয়া (৩০), খালেক (৪০), রফিকুল (৩৫), আসুদা (৩২), তানিয়া (২৮), লক্ষী (৪৫), নাহার (৩২), টুনু মিয়া (৩৮)।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যানা যায়, এ গ্রামের সরকার গোষ্ঠির আহম্মদ আলীর সাথে মোল্লা গোষ্ঠির আব্দুল জলিলের মধ্যে একটি বাড়ির মালিকানা নিয়ে বিরোধ চলে আসছিল । এরই জের ধরে এদিন সকালে আহম্মদ আলীর লোকজন বিরোধপুর্ন ওই বাড়ির জায়গায় ঘর তুলতে যায়। এসময় আব্দুল জলিল মোল্লার লোকজন বাধা দিলে উভয় পক্ষের মধ্যে বাকবিতন্ডা ও মারপিটের ঘটনা ঘটে। এ ঘটনাকে কেন্দ্র করে মুহুর্তে উভয় পক্ষের লোকজন লাঠি, ফালা, রামদা,হলংগা,চাইনিজ কুড়াল, টেটা, বল্লম সহ দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে এক পক্ষ অপর পক্ষের ওপর ঝাপিয়ে পড়ে। এসময় উভয় পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া, ইট পাটকেল নিক্ষেপ করে। এসময় উভয় পক্ষের ১০ বাড়ি ভাংচুর ও লুটপাট করা হয়। খবর পেয়ে শাহজাদপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে মৃদু লাঠি চার্জ করে উভয়পক্ষকে ছত্রভঙ্গ করে দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় গ্রামে এখনও উত্তেজনা বিরাজ করছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। উভয় পক্ষই থানায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে। এ ব্যাপারে শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ রেজাউল হক বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। আহতদের উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। মামলা দিলে সে অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

(এমএমজে/এএস/ফেব্রুয়ারি ০৯, ২০১৬)

পাঠকের মতামত:

১০ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test