E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

পীরগঞ্জে ৩ প্রতিষ্ঠানে উৎসাহের চেক প্রদান

২০১৬ ফেব্রুয়ারি ০৯ ১৭:০৩:৩৩
পীরগঞ্জে ৩ প্রতিষ্ঠানে উৎসাহের চেক প্রদান

পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি : পরীক্ষায় ভাল ফলাফল করায় পীরগঞ্জের ৩ টি শিক্ষা প্রতিষ্ঠানের কর্তৃপক্ষকে সরকারের পক্ষ থেকে পৃথকভাবে ১ লাখ টাকা করে উৎসাহ প্রদানে চেক দেয়া হয়েছে। মঙ্গলবার ওইসব প্রতিষ্ঠানের কর্তৃপক্ষের হাতে চেকগুলো দেয়া হয়েছে।

জানা গেছে, পড়ালেখার মানোন্নয়নে সরকার বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের কর্তৃপক্ষকে উৎসাহ প্রদান করে আসছে। এরই ধারাবাহিকতায় পরীক্ষায় ভাল ফলাফল অর্জনকারী পীরগঞ্জের হাজী বয়েন উদ্দিন পাবলিক উচ্চ বিদ্যালয়, খালাশপীর সিনিয়র ফাজিল মাদরাসা ও খালাশপীর উচ্চ বিদ্যালয় কর্তৃপক্ষের হাতে ১ লাখ টাকার করে চেক প্রদান করা হয়েছে। ওইসব প্রতিষ্ঠানকে শিক্ষায় আরো উৎসাহিত করতে শিক্ষা মন্ত্রনালয়ের পক্ষ থেকে ১ লাখ টাকা করে চেক প্রদানের ঘোষণা দেয়া হয়েছিল।

গত ১ জানুয়ারি প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব-১ জাহাঙ্গীর আলম চেকগুলো উপজেলা প্রশাসনের কাছে হস্তান্তর করেছিলেন। খালাশপীর ফাজিল মাদরাসার গভর্নিং বডির সভাপতি আ’লীগ নেতা শাহিদুল ইসলাম পিন্টু বলেন- শিক্ষার্থীদেরকে নিয়মিত পাঠদান করায় শিক্ষকরা তাদের প্রতিদান পেয়েছে। ইউএনও এসএম মাজহারুল ইসলাম বলেন- শিক্ষার মনোন্নয়নে সরকার যথেষ্ট আন্তরিক। শিক্ষা প্রতিষ্ঠানে উৎসাহ প্রদানের ফলে শিক্ষার্থীরা আরও উপকৃত হবে।

(জিকেবি/এএস/ফেব্রুয়ারি ০৯, ২০১৬)

পাঠকের মতামত:

২৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test