E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতির দাবি আদায়ে ময়মনসিংহে কর্মসূচী

২০১৪ জুন ০১ ১৮:৩৮:০০
বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতির দাবি আদায়ে ময়মনসিংহে কর্মসূচী

ময়মনসিংহ প্রতিনিধি : রবিবার ময়মনসিংহ জেলা প্রশাসকের প্রাঙ্গণে বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতি (বাকাসস) ঢাকা কালেক্টেরেট রিক্রিয়েশন ক্লাব ভবনে গত ১৭ মে যৌথ সভায় মাধ্যমে একাধিক দাবী ও কর্মসূচী ঘোষণা করেছে। সভায় সভাপতিত্ব করেন মজিবুর রহমান মোল্লা। সভায় বিভিন্ন বিভিন্ন বিভাগীয় সদর দফতরসহ জেলা ও উপজেলা প্রশাসনে ৩য় শ্রেণীর কর্মচারীদের পদবী পরিবর্তন ও বেতন স্কেল সমন্বয় করেন সংক্রান্ত দাবিসমূহ অবিলম্বে বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট প্রশাসনের দৃষ্টি আকর্ষণ হয়।

সভায় আন্দোলনের কর্মসূচী ঘোষণা করা হয় এবং এক ঘণ্টা কর্মবিরতিসহ অফিস প্রাঙ্গণে বিক্ষোভ মিছিল ৯ জুন পর্যন্ত ২ ঘণ্টা কর্ম বিরতি ১২ জন পর্যন্ত ৩ ঘণ্টা পর্যন্ত এবং ১৫ জুনে পূর্ণ দিবস কর্ম বিরতি কর্মসূচী ঘোষনা করা হয়। মানবন্ধন কর্মসূচী পালন করে পরবর্তীতে আন্দোলনের ঘোষনা করবেন বলে দাবী বাস্তবায়ন ও আন্দোলন পরিচালনা কমিটির আহ্বায়ক মজিবর রহমান মোল্লা ঘোষণা প্রদান করেন। ময়মনসিংহ সহ প্রত্যেক জেলা ও উপজেলাতেও পালন করা হবে। উক্ত আন্দোলনের কর্মসূচী ৩য় শ্রেণীর কর্মচারীদের পদবী পরিবর্তন করে ২য় শ্রেণিতে উন্নতি ও বেতন প্রকাশ। আন্দোলনের কর্মসূচী
০১, ০২ ও ০৩ জুন’ ২০১৪ তারিখ প্রতিদিন অফিসে হাজিরা দিয়ে সকাল ১০টা থেকে ১১ টা পর্যন্ত ১ ঘন্টা কর্মবিরতি, বিক্ষোভ মিছিল ও অফিস প্রাঙ্গণে সমাবেশ।

০৫, ০৮ ও ০৯ জুন’ ২০১৪ তারিখ প্রতিদিন অফিসে হাজিরা দিয়ে সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত ৩ঘণ্টা কর্মবিরতি, বিক্ষোভ মিছিল ও অফিস প্রাঙ্গণে সমাবেশ।

১০, ১১ ও ১২ জুন তারিখ প্রতিদিন অফিসে হাজিরা দিয়ে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত ৩ ঘণ্টা কর্মবিরতি বিক্ষোভ মিছিল ও অফিস প্রাঙ্গণে সমাবেশ।

১৫ জুন’ ২০১৪ তারিখ অফিসে হাজিরা দিয়ে পূর্ণ দিবস কর্মবিরতি, বিক্ষোভ মিছিল ও অফিস প্রাঙ্গণে সমাবেশ।

২১ জুন’ ২০১৪ তারিখ সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত ঢাকা জাতীয় প্রেস ক্লাবের সামনে মানবন্ধন ও পরবর্তী কর্মসূচী ঘোষণা।

বক্তব্য রাখেন ময়মনসিংহ কালেক্টরেট সহকারী সমিতির সভাপতি মোকছেদ আলী, অনুষ্ঠানটি পরিচালনা করেন সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, আরও উপস্থিত ছিলেন প্রধান সহকারী মো. আব্দুল হালিম, ত্রাণ ও পুর্নবাস শাখার প্রধান সহকারী মো. আলমগীর কবিরসহ ৭০/৮০ জন কর্মকর্তা কর্মচারী উপস্থিত ছিলেন।
(এমডি/এএস/জুন ০১, ২০১৪)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test