E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নওগাঁর সড়কগুলোতে বেড়েই চলছে ব্যাটারি চালিত যানবাহন

২০১৬ ফেব্রুয়ারি ১০ ১৬:৩৫:৫৫
নওগাঁর সড়কগুলোতে বেড়েই চলছে ব্যাটারি চালিত যানবাহন

নওগাঁ প্রতিনিধি : নওগাঁয় সড়ক ও মহাসড়কের প্রায় অর্ধ-শত পয়েন্টে চাঁদা দিয়ে চলাচল করছে চার্জার ব্যাটারি চালিত (ইজি-বাইক) ও স্থানিয়ভাবে তৈরি করা ব্যাটারি দ্বারা চালিত রিক্সা ও ভ্যান।

প্রশাসনিক জোরালো কোন পদক্ষেপ না নেয়ায় সড়ক গুলোতে দিনদিন বেড়েই চলেছে রেজিষ্ট্রেশন বিহীন এসব যানবাহনের চলাচল এবং সেই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে রাস্তায় চাদাঁবাজী। আর এসব অবৈধ যানের ব্যাটারী চার্জ দিতে বিপুল পরিমান বিদ্যুৎ চুরি হলেও স্থানীয় বিদ্যুৎ বিভাগেরও সেদিকে ভ্রুক্ষেপ নেই। অবস্থাদৃষ্টে মনে হচ্ছে, বিদ্যুৎ বিভাগসহ প্রশাসনের সকল মহলের সমন্বয়ের মাধ্যমেই এসব অবৈধ যানে শহর ভরে গেছে। শহরে ভয়াবহ যানজটের অন্যতম কারনই হচ্ছে এসব ব্যাটারী চালিত টমটম এবং রিক্সা-ভ্যান।

অনুসন্ধানে জানা গেছে, চীন দেশ থেকে আমদানীকৃত চার্জার ব্যাটারী চালিত ( ইজি-বাইক/টমটম ) নওগাঁর বিভিন্ন সড়কে চলাচল শুরুর পর থেকেই বিশেষ করে পেডেল চালিত রিক্সা ও ভ্যান গাড়ির যাত্রী সংখ্যা কমতে থাকলে ইজি-বাইকের সঙ্গে পাল্লা দিয়ে নওগাঁর সড়কগুলোতে ব্যাটারি চালিত রিক্সা ও ভ্যান চলাচল শুরু হয়। পরবর্তীতে সদর উপজেলার বর্ষাইলসহ মহাদেবপুর উপজেলার বেলঘরিয়া মোড় ও সরস্বতীপুর বাজারসহ জেলার কয়েকটি স্থানে এসবের কারখানা গড়ে তুলে হুবহু পূর্বের রিক্সা ও ভ্যান গাড়ীর বডিতেই বিশেষ কায়দায় ব্যাটারি সেটিং করে তৈরীকরা হচ্ছে ব্যাটারি চালিত রিক্সা ও ভ্যানগাড়ী।

ফলে পূর্বের পেডেল চালিত ধীর গতির রিক্সা ও ভ্যান গাড়ীর চেয়ে ব্যাটারি চালিত রিক্সা ও ভ্যান গাড়ীর গতি বেশী হওয়ায় এবং এলাকায় হাতের কাছেই গড়ে ওঠা কারখানা গুলোতে নগদ ও কিস্তিতে কেনাবেচা হওয়ায় জেলার পেডেল চালিত রিক্সা ও ভ্যান গাড়ীর চালকরা তাদের পূর্বের পেডেল চালিত রিক্সা ও ভ্যান বিক্রি করে দ্রুতগতি সম্পন্ন ব্যাটারি চালিত রিক্সা ও ভ্যান গাড়ী কিনতে ঝুঁকে পড়েছেন। আর একারনেই জেলার সড়ক ও মহাসড়কে ইজি-বাইকের সঙ্গে পাল্লা দিয়ে দিনদিন ব্যাটারি চালিত রিক্সা ও ভ্যান গাড়ীর চলাচল ভয়াবহ হারে বৃদ্ধি পাচ্ছে। সেই সঙ্গে এসব যান-বাহন কেন্দ্রীক গড়ে তোলা সংগঠন ও শাখার সংখ্যাও বাঙের ছাতার মতো ইতোমধ্যেই বিস্তার লাভ করেছে। আর এসব সংগঠন ও শাখার নাম ব্যবহার করে সড়ক গুলোর প্রায় অর্ধ-শত পয়েন্টে প্রকাশ্যে চলছে চাঁদাবাজী।

এ ব্যাপারে বেশ ক’জন ইজি-বাইক চালক প্রতিবেদককে বলেন, আমরা প্রথম যখন ইজি-বাইক রাস্তায় নামে, তখন থেকেই ইজি-বাইক সড়কে চালাচ্ছি। সম্প্রতি কয়েক মাসের ব্যবধানে সংগঠনের নামে প্রতিদিন চাঁদা তোলা হচ্ছে। তারা আরো বলেন, নওগাঁ শহর থেকে জেলার মান্দা উপজেলা সদর ২৯ কিঃ মিঃ সড়কের হাপানিয়া বাজার, চকগৌরী, নওহাটা মোড়, জলছত্র, সতিহাট ও ফেরিঘাটসহ ৯ টি স্পটে সড়কে ইজি-বাইক থামিয়ে প্রতিদিন গাড়ি প্রতি ১০ টাকা করে চাঁদা তোলা হচ্ছে। এ ব্যাপারে অটো চার্জার শ্রমিক কল্যাণ সমবায় সমিতি নওহাটা মোড় শাখার সভাপতি সাদ্দাম হোসেন প্রতিটি ইজি-বাইক চালকদের কাছ থেকে প্রতিদিন ১০ টাকা করে নেয়ার কথা শিকার করে বলেন, চাঁদা তোলার টাকাগুলো ইজি-বাইক অটো চার্জার চালকদের কল্যান ফান্ডে খরচ করা হবে বলেই তোলা হচ্ছে।

অপরদিকে এলাকার সচেতন মহল বলছেন, একে তো নম্বর বিহীন এসব যানবাহন, তার ওপর আবার ব্যস্ততম সড়কের ওপর চলন্ত গাড়ী গুলোকে দাঁড় করিয়ে টাকা নিতে গিয়ে মাঝে মাঝেই ছোটখাট দূর্ঘটনা ঘটছে। এতে যেকোন সময় বড়-ধরনের দুর্ঘটনার আশংকা করছেন তারা। তাদের মতে, প্রশাসন শুরুতেই এ পদক্ষেপ না নিলে আগামীতে সড়ক গুলোতে অবৈধ যান ভটভটির মতো এ গাড়ীর বেপরোয়া চলাচল বেড়ে যাবে এবং বাড়বে সড়ক দুর্ঘটনা।

অধিকাংশ গাড়ীর ব্যাটারী অবৈধভাবে চার্জ করায় ব্যাপক বিদ্যুত সংকটের সৃষ্টি হচ্ছে। বিদ্যুৎ চুরি ও এসব অবৈধ যানবাহন চলাচল এবং বিশেষ করে শহরে যানজট ঠেকানোর পাশাপাশি রাস্তায় গাড়ী থামিয়ে চাঁদা আদায় বন্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশুদৃষ্টি কামনা করেছেন সচেতন মহল।

(বিএম/এএস/ফেব্রুয়ারি ১০, ২০১৬)

পাঠকের মতামত:

০৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test