E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

৩ দিনের সফরে সোমবার সুন্দরবন ও কুয়াকাটা যাচ্ছেন রাষ্ট্রপতি

২০১৬ ফেব্রুয়ারি ১০ ১৮:৪৫:৫১
৩ দিনের সফরে সোমবার সুন্দরবন ও কুয়াকাটা যাচ্ছেন রাষ্ট্রপতি

বাগেরহাট প্রতিনিধি : রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ আগামী ১৫ ফেব্রুয়ারি সোমবার থেকে ৩ দিনের সফরে সুন্দরবন ও কুয়াকাটা যাচ্ছেন। রাষ্ট্রপতি সোমবার বিকেলে হেলিকপ্টার যোগে সুন্দরবনের হিরন পয়েন্টে পৌঁছে ওয়ার্ল্ড হ্যারিটেজ সাইড এই বনের বিভিন্ন স্থান পরিদর্শন করবেন।

কটকা অভয়ারণ্যের টইগার পয়েন্টের জামতলা সমুদ্র সৈকত থেকে সূর্যোদয় ও সূর্যাস্ত দেখার অপূর্ব সুযোগসহ প্রাকৃতিক ভাবে রাত-দিন ২৪ ঘন্টায় ৬ বার তার রূপ বদলানো জীববৈচিত্র্যে ভরপুর পৃথিবীর বৃহত্তম এই ম্যানগ্রোভ বনের নয়ণাভিরাম প্রাকৃতিক সৌন্দার্য্য উপভোগ করতে ওই দিন রাতে হিরন পয়েন্ট রেস্ট হাউজে রাত্রিযাপন করবেন রাষ্ট্রপতি।

বাংলাদেশ অংশের ৬ হাজার ১৭বর্গ কিলোমিটার আয়তনের এই সুন্দরবনের মধ্যে ৪৫০টি নদ-নদী ও খালসহ জলভাগের পরিমান ১ হাজার ৮৭৪ বর্গ কিলোমিটার। বাগেরহাট, খুলনা ও সাতক্ষীরা জেলার বঙ্গোপসাগর উপকূলীয় এলাকা নিয়ে প্রাকৃতিক ভাবে গড়ে ওঠা আমাদের সুন্দরবন দুটি বিভাগের ৪টি রেঞ্জের অধীন ৫৮টি কম্পামেন্টে বিভক্ত। রয়েছে কটকা-কচিখালী, নীলকমল ও পশ্চিম অভয়ারণ্য নামে ৩টি ওয়ার্ল্ড হ্যারিটেজ সাইড। এই বাদাবনে সুন্দরী, গেওয়া, পশুর, গরাণ, কেওয়া, ধুন্দল, বাইনসহ রয়েছে ৩৩৪ প্রজাতির গাছপালা।

আরও রয়েছে ১৬৫ প্রজতির শৈবাল ও ১৩ প্রজাতির অর্কিড। বন্যপ্রাণীর বৃহত্তম আবাসভূমি সুন্দরবনে রয়েছে,- রয়েল বেঙ্গল টাইগার, চিত্রল ও মায়া হরিণ, বন্য শুকর, বানর, বন মোরগ, উদবিড়াল, বিলুপ্তপ্রায় ইরাবতিসহ ৬ প্রজাতির ডলফিন, লোনা পানির কুমির, কচ্ছপ, বিভিন্ন প্রজাতির সাপসহ ৩৭৫ প্রজাতির বন্যপ্রাণী। ৩০০ প্রজাতির পাখি, রূপালী ইলিশসহ ২১০ প্রজাতির সাদা মাছ, ২৬ প্রজাতির চিংড়ি, বিশ্বখ্যাত শিলা কাঁকড়াসহ ১৩ প্রজাতির কাঁকড়া, ১ প্রজাতির লবষ্টার ও ৪২ প্রজাতির মলাস্কা বা শামুক-ঝিনুক। রাষ্ট্রপতি সোমবার বিকেল থেকে মঙ্গলবার বিকেল পর্যন্ত ২৪ ঘন্টা সুন্দরবনে অবস্থান করে আদর্শ পর্যটন এলাকাগুলো পরিদর্শন ও বন্যপ্রাণীর আনাগোনা প্রতক্ষ্য করবেন।

রাষ্ট্রপতি মঙ্গলবার বিকেল সুন্দরবন পরিদর্শন শেষে হেলিকপ্টার যোগে সাগরকন্য পটুয়াখালীরর কুয়াকাটায় পৌঁছে সেখানকার পর্যটন এলাকাগুলো পরিদর্শন করবেন। রাতে কুয়াকাটায় রেস্ট হাউজে রাত্রিযাপন শেষে বুধবার বিকেলে রাষ্ট্রপতি বঙ্গভবনে ফিরে যাবেন।

বাগেরহাটের জেলা প্রশাসক মো. জাহাংগীর আলম রাষ্ট্রপতির সুন্দরবন ও কুয়াকাটা ৩দিনের সফরের বিষয়টি নিশ্চিত করে জানান, এই সফরে রাষ্ট্রপতির সাথে তাঁর ৩০জন সফরসঙ্গী থাকবেন বলে রাষ্ট্রপতির প্রটোকল অফিসার শেখ রাসেল হাসান এক ফ্যাক্স বার্তায় জানিয়েছেন।

(একে/এএস/ফেব্রুয়ারি ১০, ২০১৬)

পাঠকের মতামত:

২১ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test