E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সোনাগাজী পৌর সভায় সম্ভাব্য প্রার্থীদের দৌড়-ঝাঁপ শুরু

২০১৬ ফেব্রুয়ারি ১০ ১৯:১৫:৪৩
সোনাগাজী পৌর সভায় সম্ভাব্য প্রার্থীদের দৌড়-ঝাঁপ শুরু

সোনাগাজী প্রতিনিধি :সোনাগাজী পৌরসভার ৩য় নির্বাচনে মেয়র পদে সম্ভাব্য প্রার্থীদের দৌড়-ঝাঁপ শুরু হয়েছে। উপজেলা নির্বাচন কর্মকর্তা জানান , সব কিছু ঠিক থাকলে আগামী রবিবারের মধ্যে দ্বিতীয় ধাপে পৌর নির্বাচনের তফসিল ঘোষণা হতে পারে। তার মধ্যে  সোনাগাজী পৌর সভা নির্বাচন উক্ত তফসিলে থাকার সম্ভাবনা রয়েছে।

ইতোমধ্যে ৯টি কেন্দ্র পরিদর্শন করে যথাযথ কতৃপক্ষের কাছে রিপোর্ট পাঠানো হয়েছে। অপরদিকে গোয়েন্দা সংস্থা ৪টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্র হিসেবে চিহ্নিত করেছে। এদিকে নির্বাচনের আভাস পেয়ে বর্তমান মেয়র জামাল উদ্দিন সেন্টু সহ সম্ভাব্য ডজন খানেক প্রার্থী প্রচারণায় ব্যাস্ত সময় পার করছেন। ঘরে ঘরে বৈঠক চলছে। নিজস্ব আত্বীয় স্বজনের মধ্যে আলাপ আলোচনা সহ নির্বাচনি ব্যায় সংগ্রহে চেষ্টা চালাচ্ছেন।

গত নির্বাচনে মেয়র পদে সামান্য ব্যাবধানে (১৪ ভোটে) পরাজিত উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম খোকন , উপজেলা যুবলীগের সাবেক সভাপতি ঢাকার ব্যাবসায়ী শেখ সেলিম, পৌর আ’লীগের সভাপতি ইমাম উদ্দিন সেলিম পাটোয়ারী, উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক নাছির উদ্দিন আরিফ ভুঞা, গত নির্বাচনে তীব্র প্রতিদ্ধন্ধীতা কারী ব্যাবসায়ী আবু নাছের, পৌর আ’লীগের সিনিয়র সহ সভাপতি ফখরুল হক এ্যাপোলো, সাবেক সাধারণ সম্পাদক নুরুল আফছার, উপজেলা ছাত্রদলের সভাপতি সৈয়দ আলম ভুঞা উপজেলা শ্রমিক দলের সভাপতি মঞ্জুর হোসেন বাবর , পৌর বিএনপির সভাপতি আবুল মোবারক দুলাল , পৌর জামায়াতের সাধারণ সম্পাদক মাষ্টার মহসিন ভুঞা সহ আরো কয়েকজন মেয়র প্রার্থী ইতিমধ্যে মাঠে নেমে পড়েছেন।

তবে দলীয় মনোনয়ন প্রাপ্তির জন্য অনেকে ফেনী জেলা নেতৃবৃন্দসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দের কাছে শরনাপন্ন হতে শোনা যাচ্ছে। এদিকে প্রতিটি ওয়ার্ডে কাউন্সিলর পদে ৭-৮জন প্রার্থীর আনাগোনা লক্ষ্য করা যাচ্ছে। ওই সব প্রার্থীরা চায়ের দোকান , সামাজিক অনুষ্ঠান গুলোতে নিজের প্রার্থীতা হওয়ার প্রচারনা ও দোয়া প্রার্থনা করছেন ।





(এসএমএ/এস/ফেব্রুয়ারি১০,২০১৬)

পাঠকের মতামত:

২৫ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test