E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

আগৈলঝাড়ার অভি দেশ সেরা নির্বাচিত

২০১৬ ফেব্রুয়ারি ১১ ১৪:৫৩:৫২
আগৈলঝাড়ার অভি দেশ সেরা নির্বাচিত

আঞ্চলিক প্রতিনিধি(বরিশাল): বরিশালের আগৈলঝাড়ার চতুর্থ শ্রেণির ছাত্র অভি দেশ সেরা নির্বাচিত। প্রধান মন্ত্রীর নিকট থেকে পুরস্কার গ্রহনের পর গতকাল বৃহস্পতিবার নিজ বিদ্যালয়ে সংবর্ধনা প্রদান শেষে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়েছে।

জেলার আগৈলঝাড়া উপজেলার রাজিহার প্রাথমিক বিদ্যালযের চতুর্থ শ্রেণির ছাত্র ও রাজিহার গ্রামের কৃষক ইলিয়াস হাওলাদার ও মর্জিনা বেগম দম্পত্তির ছেলে এইচ এম অভি। দুই ভাই এক বোনের মধ্যে অভি সবার ছোট।

তার কৃতিত্বে গতকাল বৃহস্পতিবার দুপুরে অভির নিজ বিদ্যালয় রাজিহার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সংবর্ধনা প্রদান করা হয়েছে। বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি জসীম উদ্দিন ফকিরের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা সহকারি কর্মকর্তা মনিরুল হক।

বক্তব্য রাখেন প্রধান শিক্ষক জাহিদ হোসেন, শিক্ষিকা শিখা রানী সরকার, দিপালী বিশ্বাস, তাহমিনা আক্তার, বিথীকা বাড়ৈ, স্থানীয় আব্দুর রব হাওলাদার প্রমুখ গণ্যমান্য ব্যাক্তিবর্গ। সংবর্ধনা অনুষ্ঠানে বিজয়ী অভিকে স্কুলের পক্ষ থেকে সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়।

অভি আন্তঃ প্রাথমিক বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান-২০১৫এর সমাপনী অনুষ্ঠানে একক অভিনয়ে দেশ সেরা নির্বাচিত হয়েছে। গত ৪ ফেব্রুয়ারি ওসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয প্রাথমিক শিক্ষা সপ্তাহ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষা মন্ত্রী মো. নুরুল ইসলাম নাহিদের সভাপতিত্বে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথী হিসেবে প্রথম স্থান অধিকারী অভির হাতে পুরস্কার হিসেবে ২০ হাজার টাকার চেক ও সম্মাননা পুরস্কার তুলে দেন। ওই অনুষ্ঠানে বিশেষ অতিথী ছিলেন প্রাথমিক ও গণ শিক্ষা প্রতিমন্ত্রী মোস্তাফিজুর রহমান ফিজার।
প্রসংগত, অভি ইউনিয়ন, উপজেলা, জেলা, বিভাগ পর্যায়ে একক অভিনয়ে প্রথম স্থান লাভ করে জাতীয় পর্যায়েও প্রথম স্থান দখল করে।


(টিবি/এস/ফেব্রুয়ারি১১,২০১৬)

পাঠকের মতামত:

১৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test