E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

অপহরণের ৬দিন পর বাউল কণ্ঠশিল্পী সাগরিকা উদ্ধার 

২০১৬ ফেব্রুয়ারি ১১ ১৮:২৭:১৯
অপহরণের ৬দিন পর বাউল কণ্ঠশিল্পী সাগরিকা উদ্ধার 

তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি : বর্তমান তথ্য প্রযুক্তিকে কাজে লাগিয়ে অপহরণের ৬দিন পর তাড়াশ থানা পুলিশ অভিযান চালিয়ে বাউল কণ্ঠশিল্পী সাগরিকাকে সিলেট জেলার বিয়ানী বাজার থেকে উদ্ধার করেছে। এ সময় অপহরণকারী দলের ১জন সদস্যকে পুলিশ গ্রেফতার করেছে।

তাড়াশ থানা পুলিশ সূত্রে জানা গেছে, পাবনা জেলার ভাঙ্গুড়া উপজেলার সিংগাড়ী গ্রামের ফারুক হোসেন রিপনের স্ত্রী বাউল কণ্ঠশিল্পী সাগরিকা তাড়াশ উপজেলার খালকুলা গ্রামে তার বোনের বাড়ি বেড়াতে আসে। গত ৫ ফেব্রুয়ারী অপহরণকারীরা সাগরিকার মোবাইলে ফোন করে গানের জন্য অগ্রিম টাকা দেওয়ার কথা বলে খালকুলা ব্রীজের নিকট ডেকে নেয়। ওইদিন দুপুরে সাগরিকা খালকুলা ব্রীজের নিকট আসলে অপহরনকারীরা তাকে জোরপুর্বক মাইক্রোবাসে উঠিয়ে অপহরণ করে নিয়ে যায়। তাকে খোজাখুজি করে না পেয়ে পরিবারের লোকজন দিশেহারা হয়ে পরে। ঘটনার ২ দিন পর সাগরিকা তার দুলাভাইকে ফোন করে তাকে নিয়ে যেতে বলে। এ ব্যাপারে গত ৮ ফেব্রুয়ারি রিপন ও বেল্লালসহ অজ্ঞাত ৪/৫জনের নামে তার স্বামী তাড়াশ থানায় অপহরণ মামলা করে।

মামলার তদন্তকারী কর্মকর্তা তাড়াশ থানার এসআই অনুজ কুমার সরকার বর্তমান তথ্য প্রযুক্তি ব্যবহার করে সাগরিকার সন্ধ্যান চালায়। তার অবস্থান নির্ণয় করে গত বুধবার রাতভর অভিযান চালিয়ে বৃহস্পতিবার সকালে সিলেট জেলার বিয়ানী বাজার উপজেলার বারই গ্রাম থেকে অপহৃতা সাগরিকাসহ অপহরণকারী দলের সদস্য রিপন (৩৫) কে গ্রেফতার করেছে। রিপন ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলা সদরের আজাদ আলী পুত্র বলে পুলিশ জানিয়েন।

(এমএমএইচ/এএস/ফেব্রুয়ারি ১১, ২০১৬)

পাঠকের মতামত:

১০ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test