E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

১০ দফা দাবিতে খামারীদের প্রতিবাদ সভা

২০১৬ ফেব্রুয়ারি ১২ ১৭:১৬:৩১
১০ দফা দাবিতে খামারীদের প্রতিবাদ সভা

শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি : অবিলম্বে মিল্কভিটার ব্যবস্থাপনা কমিটি বাতিল করে নতুন নির্বাচন, দুধের মূল্য ও বোনাস বৃদ্ধি, গাভী ক্রয়ে ঋণ প্রদানের দাবি  ও নতুন করে কেন্দ্রীয় দুগ্ধ সমিতি গঠনের সিদ্ধান্তের প্রতিবাদসহ ১০ দফা দাবিতে শুক্রবার সকালে বড়াল নদীর তীরে দুধ ঢেলে খামারীরা প্রতিবাদ জানিয়েছে।

এদিন এর আগে বৃহত্তর পাবনা জেলার দুগ্ধ উৎপাদনকারী সমবায়ী খামারীরা এক বিক্ষোভ সমাবেশ করেন। সমাবেশে খামারীরা আরো দাবি করেন নিয়মিত মাসিক সমন্বয় সভা চালু, বিদেশ থেকে গুড়া দুধ আমদানি বাতিল, দুধ বিক্রয় ব্যবস্থাপনার সমন্বয় সাধন, কোঠা পদ্ধতি বাতিল, দুধের সম্পুরক মূল্য প্রদান।

ডেমরা হাই স্কুল মাঠে অনুষ্ঠিত এ প্রতিবাদ সমাবেশে ভাঙ্গুড়ার চৌবাড়িয়া প্রাথমিক দুগ্ধ উৎপাদনকারী সমবায় সমিতির সভাপতি ফজলুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন ভাঙ্গুড়ার বেতুয়ান প্রাথমিক দুগ্ধ উৎপাদনকারী সমবায় সমিতির সভাপতি আল মাহমুদ স্বপন, সাথিয়ার বোয়ালমারী প্রাথমিক দুগ্ধ উৎপাদনকারী সমবায় সমিতির সভাপতি বেলায়েত হোসেন, ঈশ্বরদী প্রাথমিক দুগ্ধ উৎপাদনকারী সমবায় সমিতির সভাপতি আমিরুল ইসলাম, পারপরিদপুর প্রাথমিক দুগ্ধ উৎপাদনকারী সমবায় সমিতির সভাপতি গোলাম মওলা, খলিশাদহ প্রাথমিক দুগ্ধ উৎপাদনকারী সমবায় সমিতির সভাপতি রুহুল আমিন সরকার, সাথিয়া উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ও নন্দনপুর প্রাথমিক দুগ্ধ উৎপাদনকারী সমবায় সমিতির সভাপতি তাহমিনা পারভিন বেবী, রতনপুর প্রাথমিক দুগ্ধ উৎপাদনকারী সমবায় সমিতির সভাপতি জাহিদুল ইসলাম, উল্লাপড়ার কয়ড়া প্রাথমিক দুগ্ধ উৎপাদনকারী সমবায় সমিতির সভাপতি মোঃ সেলিম হোসেন, লাহিড়ী মোহনপুর ইউনিয়ন আওয়ামীলীগ ও প্রাথমিক দুগ্ধ উৎপাদনকারী সমবায় সমিতির সভাপতি আবুল কালাম আজাদ, শাহজাদপুরের বড়ধুনাইল প্রাথমিক দুগ্ধ উৎপাদনকারী সমবায় সমিতির সভাপতি আনিসুর রহমান, পুঙ্গুলি ইউনিয়ন আওয়ামীলীগ ও প্রাথমিক দুগ্ধ উৎপাদনকারী সমবায় সমিতির সভাপতি জহুরুল ইসলাম পানু।

এ সমাবেশে বক্তারা বলেন হঠাৎ করে মিল্ক ভিটা পরিচালনা কমিটি প্রতি লিটার দুধের মূল্য ফ্যাট ভেদে প্রতি লিটারে ২ টাকা কমানোর কারণে খামারিরা আর্থিক ভাবে ব্যাপক লোকসানের দিকে পরেছে। এছাড়া ১১ মাস ধরে গাভী ঋণ প্রদান বন্ধ থাকায় ও সম্পুরক দুধের মূল্য প্রদান বন্ধ ও কোঠা পদ্ধতি চালু করায় খামারিরা চরম বিপাকে পরেছে। খামারীদের দাবি তাদের উৎপাদিত দুধের অর্ধেকও মিল্কভিটা কর্তৃপক্ষ না নেওয়ায় অবিক্রিত দুধ কম দামে ফেরি করে বিক্রি করতে হচ্ছে।

এ সমাবেশে বৃহত্তর পাবনা জেলার ১৪৭ প্রাথমিক দুগ্ধ উৎপাদনকারী সমবায় সমিতির সভাপতিগন উপস্থিত ছিলেন।

(এআরপি/এএস/ফেব্রুয়ারি ১২, ২০১৬)

পাঠকের মতামত:

১৪ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test