E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বেনাপোল বন্দর দিয়ে আমদানি-রফতানি বন্ধ

২০১৬ ফেব্রুয়ারি ১৩ ১৩:১১:২০
বেনাপোল বন্দর দিয়ে আমদানি-রফতানি বন্ধ

বেনাপোল (যশোর) প্রতিনিধি :ভারতের পেট্রাপোল বন্দরে ‘ইনট্রিগেটেড চেকপোস্টের’ ট্রাক পার্কিং চার্জ বৃদ্ধির প্রতিবাদে ডাকা ধর্মঘটে বন্দর দিয়ে আমদানি-রফতানি বন্ধ রয়েছে। শনিবার সকাল সাড়ে ১০টায় বৈঠক ডেকে এ পথে বাণিজ্য বন্ধ করে দিয়েছে পেট্রাপোল স্থলবন্দর ব্যবহারকারী ব্যবসায়ী সংগঠন।

এদিকে বাণিজ্য বন্ধের কারণে বন্দরে দু’পাশে আমদানি-রফতানি পণ্য নিয়ে ৫ শতাধিক ট্রাক আটকা পড়ে আছে।

পেট্রাপোল বন্দরের আমদানি-রফতানিকারক রেজাউল ইসলাম জানান, ভারতের পেট্রাপোল বন্দর এলাকায় ‘ইনট্রিগেটেড চেকপোস্টে আমদানি-রফতানি পণ্যের ট্রাক পার্কিং চার্জ হঠাৎ করে অতিরিক্ত হারে বৃদ্ধি করা হয়েছে।

এছাড়া বাণিজ্যিক কাজে সেখানে ব্যবসায়ীদের প্রবেশের ওপর নানা বিধি-নিষেধ ও নিয়ম কানুন বেধে দেয়া হয়েছে। এতে একদিকে দ্রুত বাণিজ্যে বাধা সৃষ্টি হবে, অন্যদিকে অতিরিক্ত খরচ পড়ে যাবে। এসব অনিয়মের প্রতিবাদে সভা ডেকে আমদানি-রফতানি বন্ধ রাখা হয়েছে।

বিষয়টি নিয়ে উভয়ের মধ্যে আলোচনা চলছে। সমাধান হলে ধর্মঘট প্রত্যাহার করে নেয়া হবে বলে জানান তিনি।


(এপি/এস/ফেব্রুয়ারি১৩,২০১৬)

পাঠকের মতামত:

০৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test