E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

আইন অনুযায়ী মোকাবিলা করার সুযোগ রয়েছে : রাব্বি

২০১৪ জুন ০১ ২০:৫৯:০৬
আইন অনুযায়ী মোকাবিলা করার সুযোগ রয়েছে : রাব্বি

নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জ-৫ আসনের উপনির্বাচনে রবিবার মনোনয়নপত্র বাছাই শেষে নির্বাচন কমিশন রফিউর রাব্বির মনোয়নপত্র বাতিল ঘোষণা করেছে।

এর প্রতিক্রিয়ায় রফিউর রাব্বি বলেছেন, যে গ্রাউন্ডে মনোনয়নপত্র বাতিল করা হয়েছে তা সঠিক হয়নি। এ সিদ্ধান্তের বিরুদ্ধে তিনি আপিল করবেন এবং আশা করছেন নির্বাচনে অংশ গ্রহণের সুযোগ তিনি পাবেন।

তিনি বলেন, ‘আমি নিশ্চিত যে, আপিলে আমার মনোনয়ন টিকবে। তবে শুরু থেকে আমি যেটি বলে এসেছি, এখানে নির্বাচিত হয়ে সংসদ সদস্য হওয়া গুরুত্বপূর্ণ বিষয় নয়। নির্বাচন করছি অশুভ-অপশক্তিকে পরাজিত করার লক্ষে। সে লড়াইটা অব্যাহত থাকবে এবং তারই ধারাবাহিকতায় আজকের এই নির্বাচন।’

ঋণখেলাপির অভিযোগ প্রসঙ্গে রফিউর রাব্বি বলেন, ‘যে গ্রাউন্ডে তারা ঋণখেলাপির বিষয়টি বলেছেন সেটি হচ্ছে, ২০১৩ সালের জুলাইয়ের আইন অনুযায়ী- একটি কোম্পানির সঙ্গে পরিচালক যারা থাকেন সেই কোম্পানিতে যদি কেউ ঋণখেলাপি থাকে তাহলে সকল পরিচালকই খেলাপি হিসেবে বিবেচিত হবে। কিন্তু আমার ক্ষেত্রে যে কোম্পানির ঋণ খেলাপি দেখানো হয়েছে, সেটি ১৯৯৬ সালের।’

তিনি আরো বলেন, ‘১৯৯৬ সাল থেকে আমি কোম্পানির সঙ্গে ব্যবসা করছি। সেই কোম্পানির দায় আমার উপরে আসতে পারে না। এ বিষয়টি আইনগতভাবেই আসবে এবং আইনগতভাবেই তা মোকাবেলা করার যথেষ্ট সুযোগ রয়েছে। নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী তিনদিনের মধ্যে আপিল করার নিয়ম আছে। আমি যে কোনো সময় আপিল করব।’

(ওএস/এস/জুন ০১, ২০১৪)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test