E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সোমবার নির্ধারণ হবে আ’লীগ দলীয় প্রার্থীদের ভাগ্য

২০১৬ ফেব্রুয়ারি ১৩ ১৬:৫৮:৫৪
সোমবার নির্ধারণ হবে আ’লীগ দলীয় প্রার্থীদের ভাগ্য

আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : নির্বাচন কমিশন (ইসি) কর্তৃক ১১ ফেব্রুয়ারি ঘোষিত তফসিলের প্রথম ধাপে ৭৫২টি ইউনিয়ন পরিষদের মধ্যে বরিশালের আগৈলঝাড়া উপজেলার ৫টি ইউনিয়নের আ’লীগ, বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের সাম্ভাব্য প্রার্থী ও ভোটারদের মধ্যে প্রাণ চাঞ্চল্য দেখা দিয়েছে। 

তবে এখানকার চেয়ারম্যান প্রার্থীরা দলীয় মনোনয়ন পাবার আশায় তফসিল ঘোষণার অনেক আগে থেকেই বরিশাল জেলা আ’লীগ সভাপতি আলহাজ্ব আবুল হাসানাত আবদুল্লাহ-এমপির আস্থা ভাজনের আশায় ও মাঠ পর্যায়ে নিজের অবস্থান নিশ্চিত করতে নতুন ও পুরান মুখের প্রার্থীরা মাঠে কাজ করে যাচ্ছেন। ক্ষমতাসীন দল আওয়ামী লীগের প্রার্থীদের মধ্যে বর্তমান চার চেয়ারম্যানসহ ছাত্রলীগ ও যুবলীগ নেতার সংখ্যাই বেশী।

এদিকে বিএনপির কেন্দ্রীয় নেতা আকন কুদ্দুসুর রহমান ও ইঞ্জিনিয়ার সোবহান মোল্লার গ্রুপিংয়ের কারণে দলীয় প্রার্থীর মনোনয়ন নিয়ে চরম দ্বিধা-দন্দ আর শংকটের মুখে পরেছে বিএনপি দলীয় সাম্ভাব্য প্রার্থীরসহ স্থানীয় বিএনপি নেতারা। নাম না প্রকাশের শর্তে উপজেলা বিএনপি’র একাধিক নেতা জানান, দলের সিদ্ধান্তনুযায়ি সভাপতি, সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকরা দলীয় মনোনয়ন বোর্ডে প্রার্থী বাছাই করে জেলায় ওই তালিকা প্রেরণ করবেন। তবে, মাঠ পর্যায়েই কেন্দ্রীয় দুই নেতার অনুসারিদের মতানৈক্যর কারণে কতটুকু যোগ্য প্রার্থী তারা বাছাই করেত পারবেন তা নিয়ে সন্দিহান তারা। ইসি কর্তৃক দলীয় প্রতীকে নির্বাচনের সিদ্ধান্তে এবার স্বতন্ত্র প্রার্থীর সংখ্যা উপজেলার পাঁচটি ইউনিয়নে শুন্যের কোঠায়।

একাধিক সূত্র মতে, আগৈলঝাড়ায় পাঁচটি ইউনিয়নে প্রায় অর্ধশত আ’লীগ নেতা কর্মী দলীয় মনোনয়নের জন্য জনসমক্ষে প্রচার করলেও মনোনয়ন দৌড়ে এর সংখ্যা ইউনিয়ন ওয়ারি দুই থেকে তিন জনের বেশী হবে না বলে দলের শীর্ষ নীতি নির্ধারনী সূত্র নিশ্চিত করেছে।

তবে মনোনয়ন প্রত্যাশী দলীয় সাম্ভাব্য প্রার্থীরা বলছেন, দলীয় মনোনয়ন পেলে নির্বাচন করবেন, অন্যথায় বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেবেন না কেউ। আর প্রার্থী মনোনয়নের ক্ষেত্রে হাসানাতের মতামতকেই প্রার্থীরা প্রাধান্য দিচ্ছেন।

ইতোমধ্যেই ক্ষমতাসীন দল আ’লীগ তাদের দলীয় প্রার্থীর মনোনয়ন চুড়ান্ত করতে স্থানীয় পুলিশ প্রশাসন, বিভিন্ন গোয়েন্দা সংস্থাসহ ব্যাক্তি পর্যায়ে প্রার্থীর স্থানীয় জনপ্রিয়তা, দলীয় প্রভাব, সাধারণ জনগনের কাছে গ্রহণযোগ্যতা ও সর্বোপরি দলীয় উন্নয়ন কাজের মাপকাঠিতে প্রার্থীদের জনপ্রিয়তা যাচাই বাচাইয়ের কাজ শেষ পর্যায়ে। সেক্ষেত্রে চারটি ইউনিয়ন পরিষদের মধ্যে তিনটিতেই বর্তমান চেয়ারম্যানরা দৌড়ে এগিয়ে রয়েছেন বলে হাসানাতের ঘনিষ্ট সূত্রে জানা গেছে।

দলের সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক দলীয় প্রার্থী হতে পারবেন না, দলের হাই কমান্ডের এমন সিদ্ধান্ত তৃণমুলে বাস্তবায়ন করলে অনেক প্রার্থী মনোনয়ন দৌড়ে ছিটকে পরবেন। কারণ অনেক মনোনয়ন প্রার্থী ওই পর্যায়ের রয়েছেন।

আ’লীগ দলীয় মনোনয় প্রত্যাশায় প্রায় অর্ধশত প্রার্থী স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভাপতি, বরিশাল জেলা আওয়ামী লীগ সভাপতি ও জেলা মনোনয়ন বোর্ড প্রধান আলহাজ্ব আবুল হাসানাত আবদুল্লাহ-এমপি’র সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছেন। এদিকে বুধ বারের মধ্যে দলীয় প্রার্থীর মনোনয়ন শুপারিশ কেন্দ্রে পাঠানোর নির্দেশে রয়েছে আ’লীগে। দলীয় প্রার্থীর মনোনয়ন নিশ্চিত করতে সোমবার বিকেলে হাসানাত আবদুল্লাহর সেরাস্থ বাড়িতে দলীয় নেতা কর্মীদের নিয়ে সভা ডাকা হয়েছে।

তবে সকল প্রার্থীই বলছেন-দলীয় মনোনয়ন পেলে নির্বাচন করবেন, অন্যথায় বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেবেন না তারা। আর প্রার্থী মনোনয়নের ক্ষেত্রে দলীয় জেলা প্রধান হাসানাতের মতামতই প্রাধান্য দিচ্ছেন তারা। তবে অনেক প্রার্থী কৌশলে নিজের মনোনয়ন নিশ্চিত করতে একাধিক নেতাকে ড্যামি প্রার্থী হিসেবে ব্যবহার করছেন। তবে শেষ পর্যন্ত নিজেদের কৌশলের সেই সুযোগ তারা পাবেন কিনা তা নিশ্চিত নয়।

রাজিহার ইউনিয়নে আ’লীগ দলীয় মনোনয়ন দৌড়ে এগিয়ে রয়েছেন বর্তমান চেয়ারম্যান ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি ইলিয়াস তালুকদার, ইউনিয়ন আ’লীগ সহ সাংগঠনিক সম্পাদক এইচএম মতিউর রহমান, যুবলীগ সহ সভাপতি রফিকুল তালুকদার, ইউনিয়ন ছাত্র লীগ সভাপতি জগদীশ ভক্ত অন্যতম।

বাকাল ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান ও ইউনিয়ন শ্রমিকলীগ সভাপতি বিপুল দাস, উপজেলা শ্রমিকলীগ সভাপতি সোহেল ইমরোজ লিটন, উপজেলা ছাত্রলীগ সাবেক সাংগঠনিক সম্পাদক অনিমেষ মন্ডল।

বাগধা ইউনিয়নে সাম্ভাব্য প্রার্থীরা হচ্ছেন বর্তমান চেয়ারম্যান ও যুবলীগ সভাপতি আমিনুল ইসলাম বাবুল ভাট্রি, উপজেলা আ’লীগ নেতা আবুল বাশার হাওলাদার, উপজেলা যুবলীগ সহ সভাপতি কিশোর কান্তি বিশ্বাস, ইউনিয়ন আ’লীগ সভাপতি এআর ফারুক বক্তিয়ার, সাধারণ সম্পাদক ইউনুস আলী মিয়া, উপজেলা মহিলা আ’লীগ নেত্রী পিয়ারা ফারুক বক্তিয়ার।

আ’লীগ দলীয় প্রার্থীর মনোনয়নের বিরোধিতা করে একাধিক প্রার্থী নির্বাচনে অংশ নেয়ায় আবুল হাসানাত আবদুল্লাহর নিজ ইউনিয়ন গৈলায় পর পর দু’বার আ’লীগ প্রার্থীর পরাজয়ের পর এবার দলীয় প্রার্থী নির্বাচনে চুল চেরা বিশ্লেষণ করে মনোনয়ন দেয়ার কথা জানিয়েছেন দলের নীতি নির্ধারনী সূত্র। গৈলা ইউনিয়নের সাম্ভাব্য প্রার্থীদের মধ্যে উল্লেখযোগ্য রয়েছেন কেন্দ্রীয় আইনজীবি নেতা রনজিৎ সমদ্দার, আ’লীগ নেতা শফিকুল ইসলাম সকুল সেরনিয়াবাত, উপজেলা ছাত্রলীগ সাবেক সভাপতি কামরুজ্জামান সেরনিয়াবাত আজাদ, উপজেলা ছাত্রলীগ সাবেক সাধারণ সম্পাদক সবুজ আকন, ছাত্রলীগ সাবেক সাধারণ সম্পাদক সোয়েব ইমতিয়াজ লিমন এবং গৈলা মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি, বিশিষ্ট ব্যবসায়ি ও আ’লীগ নেতা গিয়াস উদ্দিন মোল্লা।

রত্নপুর ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান ও ইউনিয়ন আ’লীগ সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা সরদার, সাবেক চেয়ারম্যান হুসনে আরা বেগম, ইউনিয়ন আ’লীগ সাংগঠনিক সম্পাদক শাহীন আলম টেনু সন্যামত, যুবলীগ নেতা রেমন ভূইয়া। এছাড়াও পাঁচটি ইউনিয়নে আ’লীগের একাধিক প্রার্থী দলীয় মনোনয়ন তালিকায় রয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে।

অপরদিকে বিএনপি তাদের সাংগঠনিক নিয়ম মেনে পাঁচটি ইউনিয়নে শিঘ্রই দলীয় মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করবেন বলে জানান উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক এসএম আফজহাল হোসেন। অন্য দলের প্রার্থীদের নির্বাচনী তৎপরতা নেই বললেই চলে।

(টিবি/এএস/ফেব্রুয়ারি ১৩, ২০১৬)

পাঠকের মতামত:

০৩ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test