E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বেনাপোল বন্দর দিয়ে দ্বিতীয় দিনের মতো বাণিজ্য বন্ধ

২০১৬ ফেব্রুয়ারি ১৬ ১১:৫১:০২
বেনাপোল বন্দর দিয়ে দ্বিতীয় দিনের মতো বাণিজ্য বন্ধ

বেনাপোল প্রতিনিধি :ভারতের পেট্রাপোল বন্দরে নবনির্মিত ইনটিগ্রেটেড চেকপোস্টের (সুসংহত চেকপোস্ট) ট্রাক পার্কিংয়ের চার্জ বৃদ্ধির প্রতিবাদে পেট্রাপোল বন্দর ব্যবহারকারী ব্যবসায়ী সংগঠনের ডাকা অনির্দিষ্টকালের ধর্মঘট দ্বিতীয় দিনের মতো অব্যাহত রয়েছে।

ফলে বেনাপোল বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ রয়েছে। আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টা পর্যন্ত পেট্রাপোল বন্দর থেকে কোনো ট্রাক পণ্য নিয়ে বেনাপোল বন্দরে প্রবেশ করেনি। বেনাপোল বন্দর থেকেও পণ্যবাহী ট্রাক যায়নি পেট্রাপোল বন্দরে।

কাস্টমস কর্তৃপক্ষ বলছেন, বিষয়টি নিয়ে পেট্রাপোল বন্দর ও কাস্টমসে কথা হয়েছে। তারা জানিয়েছেন ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা চলছে। আশা করা হচ্ছে দ্রুত একটা সমাধানের মধ্য দিয়ে বাণিজ্য সচল হবে। এদিকে বাণিজ্য বন্ধের কারণে দুপার বন্দরে আমদানি-রপ্তানি পণ্য নিয়ে প্রায় সহস্রাধিক ট্রাক আটকা পড়ে আছে।

এসব পণ্যের মধ্যে মাছ, পেঁয়াজ, ফুলসহ বিভিন্ন প্রকারের কাঁচামাল রয়েছে। দ্রুত ধর্মঘট প্রত্যাহার না হলে ব্যাপক ক্ষতির আশঙ্কা করছেন ব্যবসায়ীরা। বেনাপোল চেকপোস্ট কাস্টমস কার্গো শাখার রাজস্ব কর্মকর্তা নজরুল ইসলাম জানান, ধর্মঘটে আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও এ পথে পাসপোর্ট যাত্রী চলাচল স্বাভাবিক রয়েছে এবং বেনাপোল বন্দর ও কাস্টমসের কার্যক্রম চলছে।


(ওএস/এস/ফেব্রুয়ারি১৬,২০১৬)

পাঠকের মতামত:

০৪ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test