E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

পীরগঞ্জে ওয়াজেদ মিয়ার ৭৪তম জন্ম বার্ষিকী পালিত

২০১৬ ফেব্রুয়ারি ১৬ ১৮:১২:২৫
পীরগঞ্জে ওয়াজেদ মিয়ার ৭৪তম জন্ম বার্ষিকী পালিত

পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি : পীরগঞ্জে প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বামী প্রয়াত পরমানু বিজ্ঞানী ড. এমএ ওয়াজেদ মিয়ার ৭৪তম জন্মবার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার উপজেলার ফতেপুরে প্রধানমন্ত্রীর শুশ্বরবাড়ীস্থ পারিবারিক কবরস্থানে প্রয়াতের কবরে ফুলেল শ্রদ্ধাঞ্জলী, স্মৃতিচারণমুলক আলোচনা, মিলাদ ও দোয়া মাহফিল হয়েছে।

দুপুরে ফতেপুরে ‘জয়সদন’ প্রাঙ্গণে উপজেলা আ’লীগ আয়োজিত এক আলোচনা সভায় উপজেলা আ’লীগের উপদেষ্টা অবসরপ্রাপ্ত অধ্যাপক-নুরুল আমিন রাজা’র সভাপতিত্বে ও উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক তাজিমুল ইসলাম শামীমের সঞ্চালনায় স্মৃতিচারনমুলক আলোচনা হয়।

রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, জেলা ছাত্রলীগ, দিনাজপুর শিক্ষা বোর্ড, ড.এমএ ওয়াজেদ ফাউন্ডেশন, পীরগঞ্জ প্রেসক্লাবসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠন সমুহের নেতৃবৃন্দ ড. এমএ ওয়াজেদ মিয়ার কবরে ফুলেল শ্রদ্ধাঞ্জলী জ্ঞাপন করেন। এ দিন সকাল থেকে দেশ বরেন্য ব্যক্তি বর্গ ছাড়াও জেলা ও উপজেলার সাধারণ মানুষের পদচারনায় জয়সদন এলাকা মুখরিত হয়। দুপুরে অংশগ্রহন করেন- দিনাজপুর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান-ড. আহমেদ হোসেন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার-আব্দুল মমিন আকন্দ, চতরা ইউনিয়ন আ’লীগের সভাপতি গোলাম হোসেন মন্ডল প্রমুখ।

ড.এমএ ওয়াজেদ ফাউন্ডেশন’র চেয়ারম্যান ও রংপুর জেলা আ’লীগের সহসভাপতি- একেএম ছায়াদৎ হোসেন, ইউএনও- এসএম মাজহারুল ইসলাম, ওসি রেজাউল করিম, ওসি (তদন্ত) হারুন অর রশিদ, উপজেলা জাসদ সম্পাদক- মনোয়ার হোসেন লিটন, পীরগঞ্জ প্রেসক্লাব আহবায়ক- সর্দার নুরুন্নবী রবুসহ সুশীল সমাজের লোকজন উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, এমএ ওয়াজেদ মিয়া ১৯৪২ সালের ১৬ ফেব্র“য়ারী উপজেলার মিয়া পরিবারের আব্দুল কাদের মিয়া ও ময়জান্নেছার ঘরে জন্মগ্রহন করেন এবং ২০০৯ সালের ৯ মে তিনি ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরন করেন। এরপর তাকে উপজেলার ফতেপুরস্থ মিয়াবাড়ীর কবরস্থানে সমাহিত করা হয়েছে।

(জিকেবি/এএস/ফেব্রুয়ারি ১৬, ২০১৬)

পাঠকের মতামত:

২৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test