E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বাংলাবান্ধা স্থলবন্দরে ইমিগ্রেশন সুবিধা চালু হচ্ছে আজ

২০১৬ ফেব্রুয়ারি ১৮ ১২:০৫:১৩
বাংলাবান্ধা স্থলবন্দরে ইমিগ্রেশন সুবিধা চালু হচ্ছে আজ

স্টাফ রিপোর্টার :পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় অবস্থিত বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে আজ বৃহস্পতিবার দুপুরে ইমিগ্রেশন চেকপোস্ট চালু হচ্ছে। এ বন্দরের বিপরীতে রয়েছে ভারতের ফুলবাড়ি স্থলবন্দর।

পঞ্চগড়ের জেলা প্রশাসক মোহাম্মদ সালাহউদ্দিন জানান, দুপুরে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, ভারতের পররাষ্ট্র প্রতিমন্ত্রী জেনারেল (অব.) বিজয় কুমার সিং এবং ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনার হর্ষ বর্ধন শ্রিংলা ইমিগ্রেশন কার্যক্রমের উদ্বোধন করার কথা রয়েছে। তিনি জানান, তাঁরা দুপুর আড়াইটায় প্রথমে বাংলাবান্ধা স্থরবন্দরে ও দুপুর পৌনে ৩টায় ফুলবাড়ি স্থরবন্দরে ইমিগ্রেশন চেকপোস্টের ফলক উম্মোচন করবেন। পঞ্চগড় আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সভাপতি মেহেদী হাসান বাবলা জানান, ইমিগ্রেশন চেকপোস্ট চালু উপলক্ষে বাংলাবান্ধা ও ফুলবাড়ি স্থলবন্দর এলাকা নানাভাবে সাজানো হয়েছে।

উল্লেখ্য, এ বন্দর দিয়ে ১৯৯৭ সালের ১ সেপ্টেম্বর নেপালের সঙ্গে ও ২০১১ সালের ২২ জানুয়ারি ভারতের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য কার্যক্রম শুরু হয়। স্থানীয় বিভিন্ন সংগঠন বন্দর চালুর শুরু থেকে ইমিগ্রেশন সুবিধা চালুর দাবিতে আন্দোলন করে আসছিল।

(ওএস/এস/ফেব্রুয়ারি১৮,২০১৬)

পাঠকের মতামত:

২৪ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test