E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

রানীশংকৈলে পল্লী বিদ্যুতের  লক্ষ লক্ষ টাকার ঘাপলা

২০১৬ ফেব্রুয়ারি ১৮ ১২:৩১:৫৪
রানীশংকৈলে পল্লী বিদ্যুতের  লক্ষ লক্ষ টাকার ঘাপলা

রাণীশংকৈল প্রতিনিধি :বর্তমান সরকার যখন পল্লী গ্রামে গ্রামে বিনামূল্যে বিদ্যুত
পৌছানোর লক্ষ্যে কাজ করছেন বিভিন্ন ভাবে বরাদ্দ দিচ্ছেন ঠিক তখন ঠাকুরগাঁও পল্লী বিদ্যুৎ সমিতির ঠাকুরগাও-২ এলাকা পরিচালক মোঃ নাসির উদ্দিনের বিরুদ্ধে সরকারি বরাদ্দের পল্লী বিদ্যুতের আবাসিক ৩৮৫ টি বাণিজ্যিক ২০টি নতুন মিটার সংযোগের নামে  লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে।

উপজেলার ভরনিয়া আনসারডাঙ্গী, মৃর্ণালবাড়ী,মন্ডল পাড়া গ্রামে মোট সাড়ে ৬ কিলোমিটার এলাকাজুড়ে সরকারী বরাদ্দে পল্লী বিদ্যুত সমিতির আওতায় লাইন নির্মানের কাজ চলছে। এ কাজটি দ্রুত হতে চাইলেও এলাকা পরিচালক নাসিরের মোটা অংকের উৎকোচ আদায় লক্ষ্যে কাজের ধীরগতি চলছে বলে জানা যায়, ঐ গ্রাম গুলোতে নাসিরের দালালরা র্দীঘ ৮ মাস আগে লাইন নির্মাণ বাবদ ৪ হাজার থেকে ১২ হাজার টাকা প্রর্যন্ত হাতিয়ে নিয়ে শুত্রু মাত্র বিদ্যুত

খুটি দাড় করিয়ে রেখে দিয়েছেন, আর গ্রামের সহজ সরল মানুষগুলোকে বোকা বানিয়ে হাতিয়ে নিয়েছেন লক্ষ লক্ষ টাকা। গ্রামগুলোতে নতুন মিটার সংযোগের নামে শরিফুল, জিয়ারুল, ভোলা, আক্তার, রাজ্জাক, নামীয় কতিপয় দালালের সাথে কথা হলে তারা জানান আমাদের মাধ্যমে মিটার প্রতি ১২ হাজার টাকা পর্যন্ত উঠিয়ে এলাকা পরিচালক নাসিরকে দিয়েছি।

সম্প্রতি সরেজমিনে গিয়ে উৎকোচ হাতিয়ে নেওয়ার সত্যতা পাওয়া যায়। আনসারডাঙ্গী গ্রামের জিয়ারুল সাথে মিটার বিষয়ে কথা হলে তিনি জানান, টাকা তো হামি উঠিয়্যা দেছি আর হামি জানিনা। মিটার নামের সোনার হরিণ পাওয়ার আশায় গ্রামের সহজ সরল লোকজনের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা কৌশলে হাতিয়ে নিচ্ছে এলাকা পরিচালক। জিয়ারুল আরো জানায় নাসির না থাকলে ভোলা আক্তারেরা দালালি করার সুযোগ পায় না। এদিকে পল্লী বিদ্যূত সুত্রে জানা যায়, এলাকা পরিচালক নাসিরের লাইন নির্মাণে টাকা আদায়টি অন্যয় তিনি টাকা আদায় বা সংযোগ বিষয়ে কথা বলার কোন অধিকার রাখেন না, এছাড়াও সরকারী বরাদ্দের এ কাজটিতে গ্রাহকের লাইন নির্মাণ বাবদ কোন খরচ লাগবে না সমস্ত খরচ সরকারী বরাদ্দে বহন করা হবে। গ্রাহকের শুধুমাত্র আবাসিক,বাণিজ্যিক গুলোতে পল্লী বিদ্যূ নিয়মনুযায়ী পাচ ফিট ওয়ারিং নিজ খরচে মিটার জামানাত ৬শ, সদস্য ৫০ টাকা সব মিলিয়ে ৩ হাজার থেকে ৩ হাজার ৫শ টাকা প্রযন্ত খরচ হতে পারে এর বেশি নই।

সরেজমিনে সাংবাদিক প্রবেশের বিষয়টি জানতে পেরে এলাকা পরিচালক নাসিরউদ্দিন উপজেলার শিবদিঘি মোড়ে দালালদের সাথে গোল টেবিল করেণ। এবং সাংবাদিকরা এ সংবাদটি পরিবেশন করলে প্রকাশ্যে মানহানির মামলার হুমকি দেন। এবং পরবর্তীতে ঐ গ্রামগুলোর সাধারণ বিদ্যূত প্রত্যশী গ্রাহকদের গিয়ে তিনি এবং তার দালালরা বিভিন্নভাবে হুমকি দিয়ে বলেন কেউ যদি মুখ খুলো তাহলে তোমাদের বিদ্যূত সংযোগ হবে না বলে ঐ গ্রামের কিছু লোক সাংবাদিকদের জানিয়েছেন।


নাসিরউদ্দিনের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বিষয়টি এড়িয়ে যাওয়ার চেষ্টা করে বলেন, অফিসের লোকজনের সাথে আমার লাগাবাজা আছে তাই আমার বিরুদ্ধে এত বদনাম ছড়ানো হচ্ছে।

পল্লী বিদ্যুৎ সমিতির পীরগঞ্জ জোনের ডিজিএম মাসুদ রানা বলেন, পল্লী বিদ্যুতের মালামাল ওয়্যারিং মিটার জামানত সব মিলিয়ে সাড়ে ৩ হাজার টাকার মধ্যে খরচ হতে পারে। অভিযোগের ব্যাপারে শুনেছি বিষয়টি খতিয়ে দেখা হবে।


(কেএএস/এস/ফেব্রুয়ারি১৮,২০১৬)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test