E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সোনাগাজীতে পাউবো’র জমি দখল করে ইমারত নির্মাণ!

২০১৬ ফেব্রুয়ারি ১৮ ১৫:৩৬:৫২
সোনাগাজীতে পাউবো’র জমি দখল করে ইমারত নির্মাণ!

সোনাগাজী (ফেনী) প্রতিনিধি : সোনাগাজী উপজেলার ৫নং চর দরবেশ ইউনিয়নের ৮নং স্লুইজ সংলগ্ন পানি উন্নয়ন বোর্ডের জমি ও খাল দখল করে ইমারত নির্মাণ করছে স্থানীয় ভূমিদস্যু খ্যাত আবু আহম্মদ ।

জানা যায় , ১৯৬২ সালে স্লুইজ গেইট নির্মাণ করার সময় পানি উন্নয়ন বোর্ড উক্ত জমি অধিগ্রহন করে। সরেজমিনে জানা যায়, খাল সংলগ্ন অধিগ্রহনকৃত জমি ও খাল ভরাট করে ১২ শতক ভুমিতে ইমারত নির্মান করা হচ্ছে।

এ ব্যাপারে স্থানীয় এলাকাবাসীর পক্ষে ব্যবসায়ী ইসমাইল হোসেন বাদী হয়ে সোনাগাজী মডেল থানায় একটি অভিযোগ দাখিল করে।

অভিযোগ পেয়ে এসআই জহির উদ্দিন ঘটনাস্থলে গিয়ে সাময়িক ভাবে নির্মাণ কাজ স্থগিত করেন। নির্মাণ কাজ বন্ধ হলে ভূমি দস্যু আবু আহম্মদ ও তার পালিত জলদস্যুরা ইসমাইলকে অব্যাহত হত্যার হুমকি দিয়ে যাচ্ছে। প্রাণ ভয়ে ইসমাইল বাড়ি ছেড়ে পালিয়ে বেড়াচ্ছে।

(এসএমএ/এএস/ফেব্রুয়ারি ১৮, ২০১৬)

পাঠকের মতামত:

২০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test