E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

উপজেলা খাসজমি ব্যবস্থাপনা ও বন্দোবস্ত কমিটির মতবিনিময়

২০১৬ ফেব্রুয়ারি ১৮ ১৬:৫৪:৩৮
উপজেলা খাসজমি ব্যবস্থাপনা ও বন্দোবস্ত কমিটির মতবিনিময়

আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : ভূমিহীন নারী কৃষকদের নামে খাসজমি বন্দোবস্ত দেবার দাবিতে এবং নারী কৃষকবান্ধব আইন ও ভূমিনীতি প্রণয়নে সহযোগিতা করার প্রত্যয়ে বরিশাল সদর উপজেলা খাসজমি ব্যবস্থাপনা ও বন্দোবস্ত কমিটির সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।  বৃহস্পতিবার সকালে বেসরকারি উন্নয়ন সংগঠন ‘আভাস’  দাতা সংস্থা গ্রো এবং অক্সফ্যাম-এর আর্থিক সহায়তায় বরিশাল সদর উপজেলার নির্বাহী কর্মকর্তার অফিসে উপজেলা খাসজমি ব্যবস্থাপনা ও বন্দোবস্ত কমিটির সাথে এক লবি মিটিং অনুষ্ঠিত হয়।

উক্ত লবি মিটিংয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নির্বাহী অফিসার মুহাম্মদ আব্দুর রউফ মিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ইলিয়াসুর রহমান। সভাপতিত্ব করেন আভাস’র নির্বাহী পরিচালক রহিমা সুলতানা কাজল। সভা পরিচালনা করেন এবং ধারণাপত্র পাঠ করেন আভাস’র প্রোগ্রাম কো-অর্ডিনেটর এসএম সিরাজুল ইসলাম। সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন আভাসের নির্বাহী পরিচালক জনাব রহিমা সুলতানা কাজল। তিনি নারী কৃষকদের নিয়ে প্রচারাভিযান কার্যক্রমের লক্ষ্য এবং লবি মিটিং-এর উদ্দেশ্য তুলে ধরেন। তিনি খাসজমি বন্দোবস্ত করার সময়ে নারী কৃষকরা যাতে প্রাধান্য পায় সেদিকে দৃষ্টি রাখার অনুরোধ করেন।

এছাড়াও পলিসিতে যে সকল সমস্যা বিদ্যমান তার সমাধানের জন্য তাদের পরিধির মধ্যে থেকে কাজ করার অনুরোধ রাখেন। প্রধান অতিথি তার বক্ত্যবে বিষয়টি গুরুত্বপূর্ণ হিসেবে উল্লেখ করেন এবং নারী কৃষক যাতে খাসজমি পেতে পারে তার কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য কমিটির সদস্যদের বলেন। তিনি বলেন, ভূমিহীন বিধাব বা স্বামী পরিত্যক্তা নারী যদি তার সক্ষম পুত্র বা কন্যা সন্তান থাকে তাহলে পাওয়া উচিৎ। শুধু সক্ষম পুত্র সন্তান থাকলে পাবে কিন্তু কন্যা সন্তান থাকলে পাবেনা এ ধারা পরিবর্তন করা দরকার। তবে এব্যাপারে কাজ করবেন মাননীয় সংসদ সদস্যগণ।

(টিবি/এএস/ফেব্রুয়ারি ১৮, ২০১৬)

পাঠকের মতামত:

০৩ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test