E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

গৌরনদী উপজেলা চেয়ারম্যান শাহ আলম খান আর নেই

২০১৬ ফেব্রুয়ারি ১৯ ১২:৫৩:৪২
গৌরনদী উপজেলা চেয়ারম্যান শাহ আলম খান আর নেই

আঞ্চলিক প্রতিনিধি(বরিশাল):জেলার ঐতিহ্যবাহী গৌরনদী উপজেলা পরিষদের দু’বারের নির্বাচিত জনপ্রিয় চেয়ারম্যান, মাহিলাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগ সদস্য আলহাজ্ব মো. শাহ আলম খান (৬২) আর নেই। হৃদরোগে আক্রান্ত হয়ে শুক্রবার সকাল দশটায় নগরীর বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন ।(ইন্নালিল্লাহির...রাজিউন)। তার মৃত্যুর সংবাদ গৌরনদীতে ছড়িয়ে পড়লে সর্বত্র শোকের ছায়া নেমে আসে।

মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব রেখে গেছেন। ওইদিন বাদ জুম্মা নগরীতে প্রথম জানাজা ও বাদ মাগরিব গৌরনদীতে দ্বিতীয় জানাজা শেষে তিখাসার গ্রামের পারিবারিক গোরস্থানে দাফন করা হবে।

তার মৃত্যুতে জেলা আ’লীগের সভাপতি আবুল হাসানাত আব্দুল্লাহ এমপি, সাধারণ সম্পাদক এ্যাডভোকেট তালুকদার মো. ইউনুস এমপি, কেন্দ্রীয় আ’লীগ নেতা এ্যাডভোকেট বলরাম পোদ্দার, পৌর মেয়র মো. হারিছুর রহমান, বাবুগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান সরদার খালেদ হোসেন স্বপন, আগৈলঝাড়া উপজেলা চেয়ারম্যান গোলাম মোর্তুজা খান, গৌরনদী উপজেলা আ’লীগের সভাপতি জয়নাল আবেদীন, পৌর সভাপতি গোলাম মনির হোসেন মিয়া, ভাইস চেয়ারম্যান নুরুজ্জামান ফরহাদ মুন্সী, সৈয়দা মনিরুন নাহার মেরী, মাহিলাড়া ইউনিয়নের চেয়ারম্যান সৈকত গুহ পিকলু, উপজেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব আবুল হোসেন মিয়া, উপজেলা ছাত্রলীগের সভাপতি জুবায়ের ইসলাম সান্টু ভূঁইয়া, সাধারণ সম্পাদক লুৎফর রহমান দিপ, কলেজ ছাত্রলীগের সভাপতি সুমন মাহমুদসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, মুক্তিযোদ্ধা, সাংবাদিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দরা গভীর শোক প্রকাশ করেছেন।

(টিবি/এস/ফেব্রুয়ারি১৯,২০১৬)

পাঠকের মতামত:

০৩ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test