E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

পীরগঞ্জে ওয়াজেদ মিয়ার কবর জেয়ারত করলেন খাদ্য মন্ত্রী

২০১৬ ফেব্রুয়ারি ১৯ ১৪:৫০:৪৪
পীরগঞ্জে ওয়াজেদ মিয়ার কবর জেয়ারত করলেন খাদ্য মন্ত্রী

পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি :খাদ্য মন্ত্রী এ্যাডভোকেট কামরুল হাসান প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বামী প্রয়াত পরমানু বিজ্ঞানী ড. এমএ ওয়াজেদ মিয়ার কবর জেয়ারত করেছেন। গতকাল বৃহষ্পতিবার বিকেল পৌনে ৪ টায় পীরগঞ্জের ফতেপুরস্থ মিয়া বাড়ী’র কবর জেয়ারত করেন।

এ সময় তার সাথে ছিলেন- অতিরিক্ত আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক বদরুল হাসান, রংপুর জেলা খাদ্য কর্মকর্তা এসএম সাইফুল ইসলাম, কুড়িগ্রাম জেলা খাদ্য নিয়ন্ত্রক আশরাফুজ্জামান, নীলফামারী জেলা খাদ্য নিয়ন্ত্রক সাইফুদ্দিন, ইউএনও এসএম মাজহারুল ইসলাম, ড. ওয়াজেদ ফাউন্ডেশনের চেয়ারম্যান একেএম ছায়াদত হোসেন বকুল, উপজেলা আ’লীগ সম্পাদক তাজিমুল ইসলাম শামীম, মন্ত্রীর এপিএস কারিনুল ইসলামসহ আরও অনেকে।

কবর জেয়ারতের পর খাদ্য মন্ত্রী প্রধানমন্ত্রীর শ্বশুরবাড়ী ও জয় সদন পরিদর্শন করে সংক্ষিপ্ত বক্তব্যে বলেন- ওয়াজেদ মিয়া একজন নির্লোভ প্রকৃতির মানুষ ছিলেন। ক্ষমতার কাছে থেকেও তিনি অনৈতিক সুবিধা গ্রহন করেননি। তার কাছ থেকে আমাদের অনেক শেখার আছে। উল্লেখ্য, গত ১৬ ফেব্রুয়ারি ওয়াজেদ মিয়ার ৭৪তম জন্ম বার্ষিকী পালিত হয়েছে।


(জিকেবি/এস/ফেব্রুয়ারি১৯,২০১৬)

পাঠকের মতামত:

২৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test