E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

দলের বাইরে নির্বাচন করলে সাংগঠনিকভাবে ব্যবস্থা :নৌমন্ত্রী

২০১৬ ফেব্রুয়ারি ১৯ ১৬:২১:১৭
দলের বাইরে নির্বাচন করলে সাংগঠনিকভাবে ব্যবস্থা :নৌমন্ত্রী

মাদারীপুর প্রতিনিধি : দলীয় প্রতিকীতে ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিদ্রোহী প্রার্থীদের হুশিয়ারী দিয়ে নৌপরিবহণমন্ত্রী শাজাহান খান বলেন, যারা দলের বাইরে নির্বাচন করবে তাদের বিরুদ্ধে সাংগঠনিকভাবে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ব্যবস্থা নেয়া হবে।শুক্রবার সকালে মাদারীপুর নতুন শহরে এক অনুষ্ঠানে যোগদানকালে নৌপরবিহণমন্ত্রী এ কথা বলেন।

মন্ত্রী আরো বলেন, ‘গণতন্ত্র প্রতিষ্ঠা ও গড়ে তোলার লক্ষে দলীয় প্রতিকে স্থানীয় সরকার নির্বাচন ব্যবস্থা চালু করা হয়েছে। গণতন্ত্র প্রতিষ্ঠা করার একমাত্র রাস্তা এটি।’

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাদারীপুরের জেলা প্রশাসক মো. কামাল উদ্দিন বিশ্বাস, পুলিশ সুপার মোহাম্মদ সরোয়ার হোসেন, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান খান প্রমুখ।

(এএসএ/এস/ফেব্রুয়ারি১৯,২০১৬)

পাঠকের মতামত:

০৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test