E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নন্দীগ্রামে নাগরনদীতে বালু উত্তোলনকালে আটক ১০

২০১৬ ফেব্রুয়ারি ১৯ ১৮:১২:০১
নন্দীগ্রামে নাগরনদীতে বালু উত্তোলনকালে আটক ১০

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার নন্দীগ্রামে বালুদস্যুদের দখলে নাগরনদী” র্শীষক সংবাদ প্রকাশের পর অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ১০জনের ৫০হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট আনোয়ার ইমাম এআদেশ দেন।

সূত্র মতে, গত বৃহস্পতিবার বিভিন্ন পত্রিকায় উপজেলার ভাটরা ইউনিয়নের দমদমা গ্রাম এলাকায় নাগরনদ থেকে অবৈধভাবে বালু উত্তোলনের সংবাদ প্রকাশিত হলে প্রশাসনের নজরে পড়ে। প্রকাশিত সংবাদের আলোকে ওইদিন বিকালে উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট আনোয়ার ইমামের নেতৃত্বে থানার এসআই ইনামুল কবির ও কুমিড়া পুলিশ তদন্ত কেন্দ্রের এএসআই দেলোয়ার হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে দমদমা ও নাগরকান্দি এলাকায় ভ্রাম্যমান আদালতের অভিযান চালায়।

এসময় অবৈধভাবে বালু উত্তোলনকালে হাতেনাতে ১০জন শ্রমিককে আটক করে পুলিশ। তবে মূল বালুদস্যুরা প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে কৌশলে পালিয়ে যায়। পরে থানা পুলিশ একটি খননযন্ত্র (ড্রেজার) ও দুটি ট্রাক বডিযুক্ত বালুভর্তি ট্রাক্টর আটক করে থানায় নিয়ে আসে। আটককৃত শ্রমিকদের ওইদিন রাতেই ভ্রাম্যমান আদালতে হাজির করা হলে প্রত্যেককে যথাক্রমে ৫০হাজার টাকা জরিমানা করেন উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট। দন্ডিতরা- নওগাঁ জেলার রানীনগর উপজেলার বনপুকুর গ্রামের কাবিল(২৪), হেলাল(২৪), একই উপজেলার মনোহরপুর গ্রামের রশিদ(৪৫), সালাম(২৪), হবিবর(৫০), খালেক(৩৪), বেলাল(৫০), নগরপাচিপুর গ্রামের শরিফুল(২৪), আবাদপুকুরের রেজাউল(৪৫) ও নাটোরের সিংড়া উপজেলার রামনগর গ্রামের ইউসুব (৪৮)।

(এনআইএম/এএস/ফেব্রুয়ারি ১৯, ২০১৬)

পাঠকের মতামত:

১৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test