E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

চট্টগ্রামে জনসচেতনতামূলক সভা ও লিফলেট বিতরণ

২০১৬ ফেব্রুয়ারি ১৯ ১৮:৩৩:৩২
চট্টগ্রামে জনসচেতনতামূলক সভা ও লিফলেট বিতরণ

চট্টগ্রাম প্রতিনিধি : জাতীয় মানবাধিকার ইউনিটির  উদ্যোগে শুক্রবার  ১৯ ফেব্রুয়ারি সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত নগরীর বিভিন্ন মোড়ে মাদক, ইভটিজিং, সন্ত্রাস, অপহরণ বন্ধে জাতীয় মানবাধিকার  ইউনিটি চট্টগ্রাম বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক ও দৈনিক চট্টগ্রামের পাতা প্রকাশক-সম্পাদক এম জামাল উদ্দিন এর সভাপতিত্বে জন সচেতনতামূলক সভা, লিফলেট বিতরণ করা হয়।

সভা ও লিফলেট বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেক্টর কমান্ডার্স ফোরাম মুক্তিযুদ্ধ ৭১ চট্টগ্রাম উত্তর জেলা সভাপতি,মালেশিয়া আওয়ামীলীগ প্রতিষ্টাতা সভাপতি ড.মাহমুদ হাসান, বিশেষ অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধ সিএমপি,র সাবেক এডিসি কবি জাহাঙ্গীর আলম চৌধুরী, অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু জাতীয় যুব পরিষদ কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মো: জানে আলম সিপন, বঙ্গবন্ধু জাতীয় যুব পরিষদ চট্টগ্রাম মহানগর সাধারণ সম্পাদক মো: ফোরকান, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো:জাহাঙ্গীর আলম, জাতীয় মানবাধিকার ইউনিটি চট্টগ্রাম মহানগর কমিটির সাধারণ সম্পাদক মো: কামাল হোসেন, স্বাধীন কন্ঠ ডট কমের চেয়ারম্যান মো: লিয়াকত, সম্পাদক মো: নুরে আলম,মাদক বিরোধী শক্তি চেয়ারম্যান এস এম কামরুল হাসান, সহ অসংখ্য সচেতন নাগরিক বৃন্দ। চট্টগ্রাম নগরীর আগ্রাবাদ সিডিএ আবাসিক এলাকা, সিটি গেইট,আকবর শাহ,অলংকার মোড়,পাহাড়তলী সরাইপাড়া,সাগরিকা রোড,২৫ নং মধ্যম রামপুরা, নয়াবাজার,বউ বাজার,ঈদগা রুপসা বেকারী মোড়, ঝর্না পাড়া, মধ্যম রামপুরা ফয়েজ কমিশনার লেইন,হালিশহর এ ব্লক, ই পি জেড মোড়, খুলশী দিযির পাড়, বারেক বিল্ডিং মোড়, আগ্রাবাদ বাদামতলী মোড়, আগ্রাবাদ জাম্বুরী মাঠ, মোগলটুলী,আগ্রাবাদ ডেবারপাড়, কদমতলী রেল ষ্টেশন, সাবেক বরিশাল কলোনী, নিউ মার্কেট মোড়, কাজীর দেউরী মোড়, চেরাগীপাহাড় মোড়সহ বিভিন্ন এলাকার অলি গলিতে গণ সচেতনামূলক লিফলেট বিতরনকালে জাতীয় মানবাধিকার ইউনিটি চট্টগ্রাম বিভাগীয় সাধারণ সম্পাদক এম জামাল উদ্দিন বলেন সমাজ থেকে মাদক ব্যবসা,সন্ত্রাস, ইভটিজিং, জঙ্গী সন্ত্রাস নির্মূল করতে হলে সকল নাগরিকদের ঐক্য হয়ে সামাজিকভাবে প্রতিবাদ করতে হবে।

এম জামাল উদ্দিন লিফলেট বিলিকালে সকল নাগরিক সমাজের উদ্দেশে বলেন তিনি জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনে পুনরায় চট্টগ্রাম বিভাগীয় সাধারণ সম্পাদক পদে যোগদানের পর সিএমপি কমিশনার বরাবরে গত ২৫ জানুয়ারি ১৬ ইং আবেদনের মাধ্যমে মাদক বিরোধী প্রতিবাদ সভা করতে একমাসের অনুমতির চেয়েছেন তার মধ্যে প্রতিদিন বিভিন্ন স্থানে সভা করে কিছুটা সফলও হয়েছেন বলে দাবি করেন এ প্রতিবাদ সভায়। সকল ধরণের অপরাধ নির্মূল করতে হলে সকল পেশার মানুষকে ঐক্য হয়ে সামাজিক আন্দোলন করতে হবে তা না হলে মাদক, অপহরণ, ইভটিজিংসহ অপরাধ বন্ধ করা খুবই কঠিন হয়ে পড়বে বলে জানান।

(আরএইচ/এএস/ফেব্রুয়ারি ১৯, ২০১৬)

পাঠকের মতামত:

২২ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test