E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

'ভাষা আন্দোলনের মধ্য দিয়েই বাঙালি জাতি ও জাতীয়তাবাদের উন্মেষ'

২০১৬ ফেব্রুয়ারি ২০ ১৪:৫৮:৪৬
'ভাষা আন্দোলনের মধ্য দিয়েই বাঙালি জাতি ও জাতীয়তাবাদের উন্মেষ'

নিউজ ডেস্ক :ভাষাসৈনিক, মুক্তিযোদ্ধা, ভূমি মন্ত্রী শামসুর রহমান শরীফ বলেন, বাংলা ভাষা ও বাঙালি জাতির ইতিহাস চুরি হয়েছিল খন্দকার মোশতাক ও জিয়ার আমলে। বাঙালি জাতি ও জাতীয়তাবাদের উন্মেষ ঘটেছিল ভাষা আন্দোলনের মধ্য দিয়ে। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সরকার জাতির কাছে সঠিকভাবে তা তুলে ধরছেন।

শুক্রবার রাতে নাটোরের বড়াইগ্রাম উপজেলার রাজাপুর উচ্চ বিদ্যালয় মাঠে (উত্তরবঙ্গের সর্ববৃহৎ বই মেলা হিসেবে খ্যাত) একুশে বইমেলা-২০১৬ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ভূমিমন্ত্রী এ কথা বলেন।

ভূমি মন্ত্রী বলেন, ভাষা আন্দোলন শুধু ৫২’র ২১শে ফেব্রুয়ারি নয়। এর শুরু হয়েছিল ১৯৪৮ থেকে, আর শেষ হয় ১৯৫৬ সালে পার্লামেন্টে বাংলা ভাষাকে স্বীকৃতি দানের মধ্য দিয়ে।

মন্ত্রী বলেন, বাংলা ভাষা সম্বন্ধে পাকিস্তানি শাসক গোষ্ঠীর নেতারা বড় বড় জলশায় বলতেন, বাংলা ভাষা হলো আর্যদের ভাষা, এ ভাষা এসেছে পালি থেকে, এ ভাষার গোড়াপত্তন হয়েছিল গৌঢ়ীয় ও বৌদ্ধ ধর্মাবলম্বীদের ভাষা থেকে। বাংলা ভাষা সুধীজনদের ভাষা নয়, এ ভাষা চাষা ভূষাদের জন্য। পালি, সংস্কৃত বা বাংলা ভাষায় যারা কথা বলে তারা কখনও বেহেশ্তে যেতে পারবে না। আমাদের মায়ের ভাষা বাংলার বিরুদ্ধে তারা এধরনের কঠোর মনোভাব গ্রহণ করেই তারা শান্ত ছিল না, নূরুল আমিন সরকার ১৯৫২’র ২১শে ফেব্র“য়ারি রফিক, সালাম, বরকত, জব্বারকে গুলি করে হত্যা করে। মন্ত্রী বলেন, সেইসময় পাবনায় ভাষা আন্দোলনে আমাদের অংশ নেওয়া মিছিলেও মুসলিম লীগের নেতা কর্তৃক গুলি করা হয়েছিল। আহমেদ রশিদ সেদিন গুলিবিদ্ধ হওয়ায় আমাদের মিছিলটি পন্ড হয়। আহমেদ রশিদকে কাঁধে করে আমরা হাসপাতালে ছুটে যাই। তখন ভাষা আন্দোলনের মিছিল, সংগ্রাম, সভা ছাত্রসমাজের মাধ্যমেই পরিচালিত হতো। মন্ত্রী বলেন, একুশ আমাদের চেতনার মর্মমূলে ভাবের উন্মেষ ঘটায়।

তিনি একুশের মূল প্রেক্ষাপট জানার জন্য সকলকে অধিক বই পড়ার প্রতি আহ্বান জানান। তিনি সকলকে মায়ের ভাষা বাংলাকে সঠিকভাবে আত্মস্থসহ আধুনিক প্রযুক্তিজ্ঞান সম্পন্ন শিক্ষা গ্রহণের মাধ্যমে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ে তোলার আহ্বান জানান।

মন্ত্রী ১০দিন ব্যাপী বই মেলার উদ্বোধন করেন এবং স্টলগুলো ঘুরে দেখেন এবং মেলা থেকে তিনি নিজে কিছুসংখ্যক বই কিনেন।

বইমেলা উদযাপন কমিটির সভাপতি শামসুর রহমান শাহীন এর সভাপতিত্বে বইমেলা অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে নাটোরের জেলা প্রশাসক খলিলুর রহমান, পাবনা জেলা প্রশাসক রেখা রানী বালো, নাটোর জেলার এসপি শ্যামল কুমার মুখার্জী, ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা শাকিল মাহমুদ, বড়াইগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমীন, ঈশ্বরদী উপজেলার মুলাডুলি ইউপি চেয়ারম্যান সেলিম মালিথা প্রমুখ বক্তব্য রাখেন।

(ওএস/এস/ফেব্রুয়ারি২০,২০১৬)

পাঠকের মতামত:

০২ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test