E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

লোহাগড়ায়  আগুন রাঙা শিমুল গাছ চোখে পড়ে না

২০১৬ ফেব্রুয়ারি ২১ ২০:৩১:৩৬
লোহাগড়ায়  আগুন রাঙা শিমুল গাছ চোখে পড়ে না

লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি: নড়াইলের লোহাগড়ায় হারিয়ে যাচ্ছে ঐতিহ্যবাহী শিমুল গাছ। এখন আর আগের মত শিমুল গাছ চোখে পড়ে না। শহর থেকে শুরু করে প্রত্যন্ত গ্রাম অঞ্চলের কোথাও শিমুল গাছের খোঁজ পাওয়া যায় না। অথচ, এক যুগ আগেও লোহাগড়া অঞ্চলের সর্বত্র শিমুল গাছ দেখা যেত। সকলের পরিচিত মনোমুগ্ধকর সেই শিমুল গাছ এবং ফুল এখন আর দেখা যায় না।

শিমুল গাছ বিলুপ্তির কারনে সাধারণ মানুষ বঞ্চিত হচ্ছে মান ও স্বাস্থ্য সম্মত তুলা থেকে।
অভিজ্ঞ মহলের মতে, নির্বিচারে শিমুল গাছ নিধন ও চারা গাছ রোপন না করার কারনে এ অঞ্চল থেকে শিমুল গাছ বিলুপ্ত হয়ে গেছে। এতে করে ,আজকের শিশুরা শিমুল গাছ ও ফুল চেনে না। শিমুল গাছ সংরক্ষনে কৃষি বিভাগ থেকেও কোন কর্মসূচী গ্রহণ করা হচ্ছে না।

সিনিয়র সাংবাদিক এ্যাডভোকেট আব্দুস ছালাম খান জানান, ‘মাত্র ১০/১২ বছর পূর্বেও উপজেলার বিভিন্ন গ্রামাঞ্চলের আনাচে-কানাচে ছড়িয়ে ছিটিয়ে তাকা রাস্তার পাশে অসংখ্য শিমুল গাছ চোখে পড়তো। আর ফাল্গুন মাসে এ সব শিমুল গাছে গাছে শিমুল ফুলের সমারোহ জানান দিতো-বসন্ত কাল এসে গেছে’।

প্রাকৃতিক ভাবে এবং রোপনকৃত শিমুল গাছ থেকে প্রাপ্ত তুলা হতে তৈরী হতো লেপ-তোষক, বালিশ ইত্যাদি। এ গুলো ব্যবহারে যেমন আরামদায়ক তেমনি স্বাহস্থ্যসম্মত বটে। এ ব্যাপারে লোহাগড়া কৃষি সম্প্রসারন অধিদপ্তরের কর্মকর্তা সমরেন্দ্র নাথ বিশ্বাস জানান, ‘শিমুল গাছ সংরক্ষনে সরকারী ভাবে কোন কার্যক্রম নেই। জন সচেতনতার অভাবে লোহাগড়া অঞ্চল থেকে দিন কে দিন হারিয়ে যাচ্ছে শিমুল গাছ।

(আরএম/এস/ফেব্রুয়ারি২১,২০১৬)

পাঠকের মতামত:

১৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test