E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিবচরে ১৬টি ইউনিয়নে প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিয়েছে

২০১৬ ফেব্রুয়ারি ২২ ১৭:৩৩:১৫
শিবচরে ১৬টি ইউনিয়নে প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিয়েছে

মাদারীপুর প্রতিনিধি : মাদারীপুর জেলার শিবচরে অনুষ্ঠিতব্য ১৬টি ইউনিয়ন পরিষদের নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র জমাদানের শেষ দিনে প্রার্থী-কর্মী-সমর্থকদের পদচারণায় মিলনমেলায় পরিণত হয়েছে উপজেলার নির্বাচন অফিস কার্যালয়।

সোমবার সকাল থেকেই সমর্থকদের বিশাল বহর নিয়ে বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান ও ওয়ার্ড সদস্য প্রার্থীরা এসে উপস্থিত হয়ে তাদের মনোনয়নপত্র উপজেলা নির্বাচন কার্যালয়ে জমা দিয়েছে।

উপজেলা নির্বাচন সমন্বয়কারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইমরান আহমেদ জানান, মনোনয়ণপত্র জমাদানের শেষ দিন হিসেবে প্রার্থীদের অনেক চাপ ছিলো। বিকেল চারটা পর্যন্ত প্রার্থীরা তাদের মনোনয়ন জমা দিয়েছে।

উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রথম ধাপে শিবচর উপজেলার ১৬ টি ইউনিয়নে আগামী ২২ মার্চ অনুষ্ঠিত হবে ইউনিয়ন পরিষদ নির্বাচন। চেয়ারম্যান প্রার্থী এবং ওয়ার্ড প্রার্থীরা ইতোপূর্বেই মনোনয়নপত্র কিনে নিয়েছেন এবং মনোনয়পত্র জমাদানের শেষ দিনে সোমবার সকাল থেকেই মনোনয়নপত্র জমাদান করেছে।

অনুষ্ঠিতব্য নির্বাচনে উপজেলার ১৬ টি ইউনিয়নের ১ লাখ ৭৯ হাজার ৫২২জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবে। এদের মধ্যে নারী ভোটার ৮৬ হাজার ৪০ এবং পুরুষ ভোটারের সংখ্যা ৯৩ হাজার ৩৮২। মোট বুথের সংখ্যা ৫৪১।

(এএসএ/এএস/ফেব্রুয়ারি ২২, ২০১৬)

পাঠকের মতামত:

০৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test