E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

পীরগঞ্জ মেরিন একাডেমীর একাডেমিক ভবনের নিম্নমানের পাথর বাতিল!

২০১৬ ফেব্রুয়ারি ২২ ১৮:৫৮:৫৯
পীরগঞ্জ মেরিন একাডেমীর একাডেমিক ভবনের নিম্নমানের পাথর বাতিল!

পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি : এবার পীরগঞ্জ মেরিন একাডেমীর একাডেমিক ভবনে নিম্নমানের পাথর দিয়ে ছাদ ঢালাই করার সময় পাথরগুলো বাতিল করা হয়েছে। ওই একাডেমীর তদারকি কর্মকর্তা পাথর বাতিল নিশ্চিত করেছেন। পরে পাথরগুলো পরীক্ষার জন্যও প্রেরণ করা হয়েছে। সোমবার মেরিন একাডেমীতে গিয়ে এর সত্যতা পাওয়া গেছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, রংপুর গণপূর্ত বিভাগের অধীনে পীরগঞ্জের রায়পুর ইউনিয়নের বাহাদুরপুর নামকস্থানে ‘পীরগঞ্জ মেরিন একাডেমী’তে কয়েকটি ঠিকাদারী প্রতিষ্ঠান বিভিন্ন ভবনের নির্মাণ কাজ করছে। ওই একাডেমীর ৪ তলা বিশিষ্ট ‘একাডেমিক ভবন’র ঠিকাদারী পায় ‘মেসার্স রফিক কন্সট্রাকশন’ নামের একটি ঠিকাদারী প্রতিষ্ঠান। প্রায় ২২কোটি টাকায় ওই কাজে শুরু থেকেই নিম্নমানের নির্মাণ সামগ্রী দিয়ে কাজ করার অভিযোগ রয়েছে। একাডেমিক ভবনের নির্মাণ কাজ চলাকালীন নিম্নমানের লোহা দিয়ে কাজ করলে তদারকি কর্মকর্তা রংপুর গণপূর্ত বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী আহসান হাবিব লোহাগুলো বাতিল করেন। এরপর সম্প্রতি নিম্নমানের পাথর দিয়ে একাডেমিক ভবনের ৪র্থ তলার ছাদ ঢালাই কাজ শুরু করলে ওই কর্মকর্তা আবারো সেগুলো বাতিল করেন। পাথর বাতিল করলেও সেগুলো এখানো সরানো হয়নি।

এ ব্যাপারে ঠিকাদারী প্রতিষ্ঠানের অংশীদার আনিস রহমান জানান- লোহা এবং পাথরগুলো অন্য সাইটের। ব্যবসায়িক ভুলেই সেগুলো মেরিন একাডেমীতে এসেছে। তিনি বাতিল হওয়া পাথরগুলো দেখিয়ে বলেন- এখনো পাথর সরানো হয়নি। তদারকি কর্মকর্তা উপ-বিভাগীয় প্রকৌশলী আহসান হাবিব বলেন- অনুমোদিত পাথর না আনায় নিম্নমানের সন্দেহ হলে ২/৩ ট্রাক পাথর বাতিল করেছি। পরে পাথরগুলোর এল.এ.ভি (লস এঞ্জেলেজ এপ্রাসন ভেলু) পরীক্ষা করা হয়েছে। তিনি আরও জানান- ভারত থেকে আমদানীকৃত ৩ শ্রেণীর পাথর- সেবক, বালাসন ও উদলাবাড়ী রয়েছে। এরমধ্যে সেবক পাথর উন্নতমানের। কোন শ্রেণীর পাথর বাতিল করেছেন, তিনি তা বলেননি। এর আগে তিনি নিম্নমানের ১ ট্রাক লোহাও বাতিল করেন বলে জানান।

(জিকেবি/এএস/ফেব্রুয়ারি ২২, ২০১৬)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test