E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

মিজানুরের লাশ নিয়ে যাওয়া হচ্ছে গ্রামের বাড়ি ভেলানগরে

২০১৪ জুন ০২ ১৩:৪২:৩৩
মিজানুরের লাশ নিয়ে যাওয়া হচ্ছে গ্রামের বাড়ি ভেলানগরে

কুমিল্লা প্রতিনিধি : দীর্ঘ অপেক্ষার পর দুপুর ১২টা ৫৫ মিনিটে ৩১ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ব্যাটালিয়নের নায়েক সুবেদার মিজানুর রহমানের মরদেহবাহী বাংলাদেশ বিমান বাহীর বিএইচ-১০২ নম্বর হেলিকপ্টরটি ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন কুমিল্লার চান্দিনা উপজেলার ছয়ঘড়িয়া মাঠে অবতরণ করেছে।

ওই হেলিকপ্টার থেকে মিজানুরের রহমানের বাক্সবন্দি মরদেহ এ্যাম্বুলেন্স যোগে তার গ্রামের বাড়ি দেবিদ্বার উপজেলার মোহনপুর ইউনিয়নের ভৈষেরকুট-ভেলানগর গ্রামের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছে।

বিজিবি রিজিওন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আনিছুর রহমান, সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ জিল্লুর হক, সি.ও লেফটেনেন্ট কর্নেল সহিদুর রহমান, কুমিল্লা অঞ্চলের সহকারি পরিচালক আবুল হাসেমসহ সহকার্মীরা ছয়ঘড়িয়া থেকে গাড়ি বহরে তার মরদেহ বাড়িতে নিয়ে যান।

এসময় উপস্থিত ছিলেন চান্দিনা উপজেলা চেয়ারম্যান তপন বক্সী, কুমিল্লা জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ তোফাজ্জল হোসেন মিঞা, পুলিশ সুপার টুটুল চক্রবর্তী, দেবিদ্বার নির্বাহী অফিসার মোহাম্মদ হোসেন, চান্দিনা উপজেলা সহকারি কমিশনার (ভূমি) শারমিন সুলতানা, চান্দিনা উপজেলা ভাইস চেয়ারম্যান মোসলেহ উদ্দিন, চান্দিনা থানা অফিসার ইন-চার্জ (ওসি) গোলাম মোর্সেদ, দেবিদ্বার থানার অফিসার ইন-চার্জ (ওসি) মিজানুর রহমানসহ নিহতের পরিবারের অন্যান্য সদস্যবৃন্দ।

দুপুর ২টায় ভৈষেরকুট ঈদগাহ মাঠে দ্বিতীয় নামাজে জানাযা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় পরিবারিক কবরস্থানে চিরনিদ্রায় শায়িত করা হবে এই বীর সৈনিককে।

উল্লেখ্য , বুধবার (২৮ মে) বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে মায়ানমার সীমান্তরক্ষী বাহিনীর (বিজিপি) গুলিতে নিহত হন তিনি। শনিবার বিকেল পৌনে ৫টার দিকে বিজিবির লেমুছড়ি ক্যাম্পের ৫২ নম্বর পিলার এলাকা দিয়ে বিজিবির কাছে মিজানের মৃতদেহ হাস্তান্তর করে বিজিপি। মায়ানমার সীমান্ত এলাকা থেকে লাশটি এনে শনিবার রাতে নাইক্ষ্যংছড়ির পাইনছড়ি ক্যাম্পে রাখা হয়। পরে কক্সবাজার সদর হাসপাতাল মর্গে মৃতদেহ ময়নাতদন্ত করা হয়। বুধবার নাইক্ষ্যংছড়ির দোছড়ি ইউনিয়নের নব-গঠিত পাইনছড়ি ক্যাম্পে ৩১ বিজিবির (৫২নং পিলারে) একটি টহল দলের ওপর বিজিপি সদস্যরা কয়েক রাউন্ড গুলি ছোড়ে। এ ঘটনায় বিজিবির নায়েব সুবেদার মিজান গুলিবিদ্ধ হয়ে মারা যান।

এদিকে, নিহতের চাচা নায়েক সুবেদার (অব.) আবুল কাশেম জানান, বাড়িতে আত্মীয়-স্বজন, উৎসুক জনতাসহ হাজারো মানুষের ঢল নেমেছে। দুপুর ২টায় নামাজে জানাজায় অংশ নিতে ইতোমধ্যে মাইকিং করা হয়েছে। তার মরদেহ দাফনের জন পারিবারিক কবরস্থানে কবর খোঁড়ার কাজও সম্পন্ন করা হয়েছে।

(এইচকে/জেএ/জুন ০২, ২০১৪)

পাঠকের মতামত:

২৫ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test