E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নওগাঁর হিন্দুবাঘার মেলা থেকে জুয়ার আসর ভেঙ্গে দিল প্রশাসন

২০১৬ ফেব্রুয়ারি ২৩ ১৮:০৬:৪৪
নওগাঁর হিন্দুবাঘার মেলা থেকে জুয়ার আসর ভেঙ্গে দিল প্রশাসন

নওগাঁ প্রতিনিধি : নওগাঁর শ্রীশ্রী ভুতনাথ বাবার ধামে ঐতিহ্যবাহী হিন্দুবাঘার মেলা থেকে অবশেষে পুতুল নাচের নামে অশ্লীল নৃত্য ও জুয়ার আসরগুলো ভেঙ্গে দিয়েছে প্রশাসন।

জেলা প্রশাসক ড. মোঃ আমিনুর রহমান ও ভারপ্রাপ্ত পুলিশ সুপার মোহাম্মদ খোরশেদ আলমের নির্দেশে মহাদেবপুরের ইউএনও এবং থানার ওসি মঙ্গলবার সকালে ফোর্সসহ অভিযান চালিয়ে ১৩টি পুতুল নাচের প্যান্ডেল ও ছোট-বড় ২০টির মত জুয়ার আসর ভেঙ্গে তছনছ করে দেন। প্রশাসনের এহেন পদক্ষেপকে এলাকার সচেতন মানুষ সাধুবাদ জানিয়েছে।

জানা গেছে, প্রতিবছরের ন্যায় এবারেও গত বৃহস্পতিবার ভীম একাদশী তিথি থেকে সোমবার মাঘী পূর্নিমা পর্যন্ত সদর উপজেলার সীমান্ত ঘেঁষে মহাদেবপুরের শিকারপুর মৌজায় শ্রীশ্রী ভুতনাথ বাবার ধামে উৎসব চলে।

এ উৎসবকে ঘিরে বিরাট গ্রামীণ মেলা বসে প্রতিবছরই। কিন্তু গত কয়েক বছর থেকে একটি প্রভাবশালী মেলাবাজ মহল স্থানীয় রাজনৈতিকমহলের ছত্রছায়ায় প্রশাসনের সঙ্গে আঁতাত করে ধর্মীয় এই মেলায় নিজেদের আধিপত্য বিস্তার করে নানা রকম জুয়া এবং যাত্রা বা পুতুল নাচের নামে নারীদেহের নগ্ন নৃত্যসহ মাদক ব্যবসা শুরু করে। ধর্মীয় উৎসবকে ঘিরে মেলা হলেও ওই ধর্মীয় প্রতিষ্ঠানে মেলার আয় থেকে কোন আর্থিক সহায়তা দেয়া হয়না। এতে মেলায় শৃংখলা ভঙ্গসহ আইনশৃঙ্খলার অবনতির সৃষ্টি হয়।

এলাকার যুবসমাজ জুয়া এবং অশ্লীল নাচ দেখতে মাতোয়ারা হয়ে অবক্ষয়ের দিকে ধাবিত হয়ে পড়ে। প্রশাসন বিষয়টি অবগত হয়ে রবিবার রাতে মেলায় ওইসব অসামাজিক কর্মকান্ড বন্ধ করে দেয়। কিন্তু সোমবার রাতে প্রশাসনের নিষেধাজ্ঞাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে শুধু রাজীনতিক প্রভাব খাটিয়ে ফের জুয়া এবং নগ্ন নৃত্যের আসর জমায় প্রভাবশালীরা।

প্রশাসন অবশেষে মঙ্গলবার সকালে মেলা থেকে ওই অসামাজিক কর্মকান্ডের আসরগুলো ভেঙ্গে অপসারন করে নিয়ে যায়। মেলায় এখন শুধু হরেক রকমের খাবার, প্রসাধনী, আসবাবপত্র ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর বেচা-কেনা চলছে।

(বিএম/এএস/ফেব্রুয়ারি ২৩, ২০১৬)

পাঠকের মতামত:

০২ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test