E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিবচরে ১৬ ইউনিয়নে ৪৮  জন মনোনয়ন পত্র দাখিল

২০১৬ ফেব্রুয়ারি ২৩ ১৮:৩২:২৯
শিবচরে ১৬ ইউনিয়নে ৪৮  জন মনোনয়ন পত্র দাখিল

মাদারীপুর প্রতিনিধি : মাদারীপুরের শিবচরে ১৬টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মোট ৪৮ জন  মনোনয়র পত্র দাখিল করেছেন।

এরমধ্যে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব স্বাক্ষরিত দুটি ইউনিয়নে বিএনপির দু’জন করে প্রার্থী মনোনয়ন পত্র জমা দেন।

কুতুবপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ীমী লীগ মনোনীত প্রার্থী আতিকুর রহমানের কোন প্রতিদ্বন্ধি না থাকায় তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার পথে রয়েছেন। এছাড়া এ উপজেলায় জাতীয় পার্টি কোনো প্রার্থী দেয় নি।

সর্বমোট ৪৮ জন প্রার্থীর মধ্যে আ. লীগ ১৬ জন, ১৪ ইউনিয়নে বিএনপি ১৬ জন, ইসলামী শাসনতন্ত্র আন্দোলন ২ জন প্রার্থী ও ১৪ জন স্বতন্ত্র প্রার্থী চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র দাখিল করেছেন। এরমধ্যে ৯ জন প্রার্থীই বর্তমান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান।

উপজেলা নির্বাচন অফিস ও রিটানিং অফিসারা জানান, প্রথম ধাপে শিবচর উপজেলা ১৯ টি ইউনিয়নে মধ্যে ১৬ টি ইউনিয়নে আগামী ২২ মার্চ ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে।

সোমবার ছিলো মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। উপজেলা ১৬টি ইউনিয়নে ৪৮ জন প্রার্থী চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র দাখিল করেছেন।

এর মধ্যে শিবচর ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান মো. রাজন মিয়া (আ. লীগ), ইব্রাহিম খান (বিএনপি)। পাঁচ্চর ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান মো. দেলোয়ার হাওলাদার (আ. লীগ), সাখাওয়াত হোসেন মোল্লা (বিএনপি)।

মাদবরেরচর ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান চৌধুরী সুলতান মাহামুদ (আ. লীগ), সুমন মিয়া (বিএনপি)। চরজানাজাত ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান বজলুর রহমান সরকার (আ. লীগ), সিরাজুল ইসলাম শান্ত (বিএনপি), নুর ইসলাম সরকার (স্বতন্ত্র), নাসির উদ্দিন বেপারী (স্বতন্ত্র), জাহাঙ্গীর রায়হান (স্বতন্ত্র)।

কাঠালবাড়ী ইউনিয়নে মোহসেন উদ্দিন (আ. লীগ), এসএম সালাম মিয়া (বিএনপি), আলতাফ হোসেন বেপারী (বিএনপি), গিয়াস উদ্দিন ফকির (স্বতন্ত্র)।

কাদিরপুর ইউনিয়নের বিএম জাহাঙ্গীর হোসেন (আ. লীগ), মাহাবুবুর রহমান (বিএনপি), আব্দুস সালাম (ই.শা. আন্দোলন)।

দ্বিতীয়খ- ইউনিয়নে মাহফুজুল করিম (আ. লীগ), মোতাহার হাওলাদার (বিএনপি), মনিরুল ইসলাম (ই.শা. আন্দোলন)।

ভান্ডারীকান্দি ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান শওকত হোসেন নান্নু (আ. লীগ), মো. ফরহাদ হোসেন (বিএনপি)। বাঁশকান্দি ইউনিয়নে মো. আবুল বাসার মিয়া (আ. লীগ), মো. আক্কাস আলী (স্বতন্ত্র), মো. শহীদুল ইসলাম (বিএনপি), মো. শাহীন মিয়া (বিএনপি) আলেয়া বেগম (স্বতন্ত্র), শহীদ আহম্মেদ (স্বতন্ত্র)।

বহেরাতলা (দক্ষিণ) ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান অলিউল্লাহ (আ. লীগ), বেলায়েত হোসেন বিল্লাল (স্বতন্ত্র), আ. মান্নান উকিল (বিএনপি)।

বহেরাতলা (উত্তর) ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান মো. জাকির হোসেন হায়দার, (আ. লীগ), ইমাম হোসেন ঢালী (বিএনপি)।

নিলখি ইউনিয়নে মো. ওয়াসিম (আ.লীগ) বকুল লপ্তি (বিএনপি) ও আলীম ভুইয়া (স্বতন্ত্র), আলিমুজ্জামান খালাসী (স্বতন্ত্র)।

শিরুয়াইল ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান আতিকুর রহমান মুরাদ হাওলাদার (আ. লীগ), দলিল উদ্দিন (বিএনপি)। দত্তপাড়া ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান মুরাদ মিয়া (আ. লীগ), রিগান চৌধুরী (স্বতন্ত্র), খোকন মুন্সী (স্বতন্ত্র), মনিরুজজ্জামান (স্বতন্ত্র), মিজান তালুকদার (বিএনপি)।

বন্দরখোলা ইউনিয়নে নিজাম উদ্দিন বেপারী (আ. লীগ), নজরুল ইসলাম মোতাহার (স্বতন্ত্র)। অপরদিকে কুতুবপুর ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান পদে আওয়ীমী লীগ মনোনীত প্রার্থী আতিকুর রহমানের কোন প্রতিদ্বদ্ধি না থাকায় তিনি বিজয়ের পথে রয়েছেন।

এছাড়াও কাঠালবাড়ী ইউনিয়নে এসএম সালাম মিয়া, আলতাফ হোসেন বেপারী ও বাঁশকান্দি ইউনিয়নে মো. শহীদুল ইসলাম, মো. শাহীন মিয়াকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত বিএনপির মনোনীত দাখিল করেছেন।

বাঁশকান্দি ইউনিয়নের রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাচন কর্মকর্তা এবিএম আজমল হোসেন ও কাঠালবাড়ি ইউনিয়নের রিটার্নিং কর্মকর্তা ডা. মো. ছরোয়ার হোসেন শিকদার বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত বিএনপির দুটি করে মনোনয়ন পত্র পাওয়ার কথা নিশ্চিত করে বলেন, পরবর্তীতে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।

শিবচর উপজেলা নির্বাহী অফিসার মো. ইমরান আহম্মেদ বলেন, কঠোর নিরাপত্তায় ও শান্তিপূর্ন পরিবেশের মধ্য দিয়ে প্রার্থীরা ইউনিয়ন পরিষদ নির্বাচনের মনোনয়ন পত্র দাখিল করেছেন।

(এএসএ/এএস/ফেব্রুয়ারি ২৩, ২০১৬)

পাঠকের মতামত:

০৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test