E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

গণজাগরণ মঞ্চের মিছিলে পুলিশের লাঠিপেটা

২০১৪ জুন ০২ ১৪:৪৩:১৮
গণজাগরণ মঞ্চের মিছিলে পুলিশের লাঠিপেটা

স্টাফ রিপোর্টার : জামায়াতে ইসলামীর বিচার নিয়ে আইনমন্ত্রীর বক্তব্য প্রত্যাহারের দাবিতে আইন মন্ত্রণালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করতে গিয়ে পুলিশের বাধার মুখে পড়েছেন গণজাগরণ মঞ্চের কর্মীরা।

এ সময় পুলিশের লাঠিপেটায় মঞ্চের দুই কর্মী আহত হওয়ার খবর পাওয়া গেছে।

সোমবার বেলা সোয়া ১২টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দোয়েল চত্বর এলাকায় তাদের মন্ত্রণালয় অভিমুখী মিছিল আটকে দেয় পুলিশ।

বাধা উপক্ষো করে এগোতে চাইলে পুলিশের সঙ্গে মঞ্চের কর্মীদের ধস্তাধাস্তি হয়। এক পর্যায়ে পুলিশ তাদের ওপর লাঠিপেটা শুরু করে বলে মঞ্চের অন্যতম সংগঠক ও ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি বাকী বিল্লাহ জানান।

এতে ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক জিএম জিলানী শুভ ও মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ আহত হন বলে জানিয়েছেন তিনি।

গত বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে এক আলোচনা সভা শেষে আইনমন্ত্রী আনিসুল হক বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জামায়াতে ইসলামীর বিরুদ্ধে মামলা এবং বিচার করা আপাতত সম্ভব নয়।

মন্ত্রীর এই বক্তব্য প্রত্যাহারের দাবিতে শুক্রবার ঢাকা ও চট্টগ্রামে মিছিল সমাবেশ করে যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ বিচারের দাবিতে আন্দোলনে থাকা গণজাগরণ মঞ্চ।

ওইদিন শাহবাগে জাগরণের মঞ্চের সমাবেশ থেকে আইনমন্ত্রীর বক্তব্য প্রত্যাহারের জন্য ২ জুন পর্যন্ত সময় বেধে দেয়া হয়। অন্যথায় আইন মন্ত্রণালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দেয়া হয়।

(ওএস/এটিআর/জুন ০২, ২০১৪)

পাঠকের মতামত:

১০ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test