E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

হাসপাতালে ঔষধ সংকট !

আগৈলঝাড়ায় নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে ২৩ শিশু হাসপাতালে ভর্তি

২০১৬ ফেব্রুয়ারি ২৬ ১৩:৫১:০৯
আগৈলঝাড়ায় নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে ২৩ শিশু হাসপাতালে ভর্তি

আঞ্চলিক প্রতিনিধি(বরিশাল): বরিশালের আগৈলঝাড়ায় নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে গত চার দিনে ২৩জন শিশু হাসপাতালে ভর্তি রয়েছে। ভর্তির পাশাপাশি হাসপাতালের আউটডোরে প্রতিদিন অন্তত ৫০জন রোগীর চিকিৎসা দিচ্ছেন চিকিৎসকেরা। চিকিৎসার ইনজেকশন ও গ্যাস সংকটের কারণে ব্যহত হচ্ছে চিকিৎসা সেবা। ভোগান্তিতে রোগীর স্বজনেরা।

উপজেলা হাসপাতালের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আলতাফ হোসেন জানান, গত বৃহস্পতিও শুক্রবার নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে উত্তর শিহিপাশা গ্রামের ইব্রাহীম হাসানের ৭ মাসের মেয়ে মারিয়া খানম, কাওসার সরদারের ৫মাসের ছেলে ইমরুল কায়েস, ইব্রাহিম ভুইয়ার ৮মাসের ছেলে জিহাদ ভুইয়া, জসীম উদ্দিনের এক বছরের ছেলে আরিয়ান, গৌরনদীর ননন্দনপট্রি গ্রামের রহিম সরদারের নবজাতক আবদুল্লাহ, গৈলা গ্রামের কামাল সরদারের ৯মাসের ছেলে রাফসান, ওই গ্রামের নুর হোসেনের ৩ মাসের ছেলে আব্দুল্লাহ, কাঠিরা গ্রামের রামকৃষ্ণ বিশ্বাসের ২মাসের মেয়ে লতিকা, ওই গ্রামের কমলেশ হালদারের দেড় বছরের ছেলে জন হালদার, ভদ্রপাড়া গ্রামের সুজন সরদারের ১বছরের ছেলে রাজু, দক্ষিণ শিহিপাশা গ্রামের সৈয়দ মশিউর রহমানের ৫ বছরের ছেলে মোরসালিন, টেমার গ্রামের সিরাজ হাওলাদারের ৮মাসের ছেলে আরাফাত, উজিরপুরের সাতলা গ্রামের মনিন্দ্র বিশ্বাসের ৪মাসের ছেলে মলয়সহ ১৩জনকে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে।

এছাড়াও গত রোববার ও সোমবার উপজেলার রাজিহার গ্রামে মিজানুর রহমানের ৫মাসের মেয়ে আরফা আক্তার, সোমাইপাড় গ্রামের শ্যামল অধিকারীর ৭ মাসের মেয়ে শ্রাবন্তী অধিকারী, দক্ষিন শিহিপাশা গ্রামের জাকির হোসেনের ২ মাসের ছেলে রেদোয়ান, মোল্ল¬াপাড়া গ্রামের বীরেণ হাওলাদারের ৯মাসের ছেলে অর্জুন, বারপাইকা গ্রামের রতন গাইনের এক বছরের ছেলে আপন গাইন, রাংতা গ্রামের খলিল ঘরামীর এক বছরের ছেলে সাজিত ঘরামী, জহরেরকান্দি গ্রামের মিন্টু রাজিবের আড়াই বছরের ছেলে মিলন রাজীব ও কারফা গ্রামের বাদল হাওলাদারের ২ মাসের ছেলে সুকদেবসহ ১০জন হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছে। এলাকায় নিউমোনিয়ার প্রাদুর্ভাব দেখা দেওয়ায় প্রতিদিন হাসপাতালের আউটডোরে অন্তত ৫০জনকে চিকিৎসা দিচেছন চিকিৎসকেরা। হাসপাতালে অষুধ সংকটের কারণে দরিদ্র রোগীর স্বজনেরা রোগীদের নিয়ে বিপাকে পরেছেন।

ডা. মো. আলতাফ হোসেন আরও বলেন, সরকারীভাবে হাসপাতালে সবরাহকৃত অষুধ বিশেষ করে ইনজেকশন ও গ্যাস সংকট রয়েছে। ফলে চিকিৎসা সেবা কিছুটা বিঘিœত হচ্ছে। এলাপকায় এখনও মহমারি আকার ধারন করেনি। আবহাওয়া জনিত কারণেই এ রোগের প্রদুর্ভাব দেখা দিয়েছে।


(টিবি/এস/ফেব্রুয়ারি২৬,২০১৬)

পাঠকের মতামত:

১৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test