E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শনিবার শরীয়তপুর জেলা আ’লীগের সম্মেলন, সকল প্রস্তুতি সম্পন্ন

২০১৬ ফেব্রুয়ারি ২৬ ১৬:১৬:১৮
শনিবার শরীয়তপুর জেলা আ’লীগের সম্মেলন, সকল প্রস্তুতি সম্পন্ন

শরীয়তপুর প্রতিনিধি : আগামীকাল শনিবার বহুল প্রতিক্ষিত শরীয়তপুর জেলা আওয়ামীলীগের সম্মেলন। সম্মেলনকে সফল করার লক্ষ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে আওয়ামীলীগ।

এ সম্মেলনকে ঘিরে সার্বিক আইন শৃংখলা ও নিরাপত্তা নিশ্চিত করতে তিন স্তরের নিরাপত্তার ব্যবস্থা রেখেছে জেলা পুলিশ প্রশাসন। সম্মেলনে অন্তত ৫০ হাজার লোকের সমাগম হবে বলে জানিয়েছে আওয়ামীলীগ। কিন্তু সম্মেলন অনুষ্ঠানের প্রায় ৩৬ ঘন্টা আগেই পরবর্তি সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম প্রকাশ হয়ে যাওয়ায় মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে নেতা-কর্মীদের মাঝে।

শরীয়তপুর জেলা আওয়ামীলীগ সূত্রে জানা গেছে, আওয়ামীলীগের জন্ম লগ্ন থেকে আজ পর্যন্ত কখনোই দলের ক্ষমতাকালিন সময়ে শরীয়তপুর জেলা আওয়ামীলীগের সম্মেলন অনুষ্ঠিত হয়নি। তাই ১৩ বছর পরে সম্মেলন হলেও অত্যন্ত উৎসবমূখর পরিবেশে অনুষ্ঠিত হবে এই সম্মেলন। জেলা শহরের ধানুকায় অবস্থিত শরীয়তপুর স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য এই সম্মেলনকে কেন্দ্র করে শরীয়তপুর জেলা শহরকে সাজানো হয়েছে নতুন সাজে। তোড়ন-ব্যানার-পোষ্টার-ফ্যাষ্টুনে ছেঁয়ে গেছে জেলা শহর। শনিবার সকাল ১০ টায় এই সম্মেলনের উদ্বোধন করবেন আওয়ামীলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশ্রাফুল ইসলাম এম.পি।

জেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুর রব মুন্সির সভাপতিত্বে এই সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় সংসদের উপ-নেতা সৈয়দা সাজেদা চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে থাকবেন আ’লীগের সভাপতি মন্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম এমপি, কাজী জাফরুল্লাহ, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ, ডা. দিপু মনি, জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক বি,এম মোজাম্মেল হক এম.পি, আ.ফ.ম বাহাউদ্দিন নাসিম এম.পি, দপ্তর সম্পাদক ড. আব্দুস সোবহান গোলাপ, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক কর্নেল ফারুখ খান এম.পি, ধর্ম বিষয়ক সম্পাদক শেখ মোহাম্মদ আব্দুল্লাহ, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. বদিউজ্জামান ডাবলু, শ্রম ও জনশক্তি বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এনামূল হক শামিম, এস.এম কামাল হোসেন, সাবেক ডেপুটি স্পীকার শরীয়তপুর-২ আসনের সাংসদ কর্নেল শওকত আলী, শরীয়তপুর-৩ আসনের সাংসদ নাহিম রাজ্জাক, সংরক্ষিত আসনের সাংসদ এ্যাডভোকেট নাভানা আক্তার, আওয়ামীলীগের কেন্দ্রীয় উপ-কমিটির সহ-সম্পাদক ইকবাল হোসেন অপু প্রমুখ। সম্মেলনে প্রধান বক্তা হিসেবে থাকবেন আওয়ামীলীগের ঢাকা বিভাগের দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন এম.পি। অনুষ্ঠান পরিচালনা করবেন জেলা আ’লীগের সাধারণ সম্পাদক বাবু অনল কুমার দে।

জানা গেছে , ২০০৩ সালের ১১ জুলাই শরীয়তপুর জেলা আওয়ামীলীগের সর্বশেষ কমিটি গঠিত হয়। তখন ত্রি-বার্ষিক সম্মেলন এর মাধ্যমে ৭১ সদস্য বিশিষ্ট কমিটি গঠিত হয় । ওই কমিটিতে দলের তৎকালিন জেলা ভারপ্রাপ্ত সভাপতি আব্দুর রব মুন্সিকে সভাপতি ও সাংগঠনিক সম্পাদক অনল কুমার দে কে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। আওয়ামীলীগের দলীয় গঠনতন্ত্র অনুযায়ী ৩ বছর পর পর সম্মেলন হওয়ার কথা। ২০০৭ সালে জেলা আওয়ামীলীগের কমিটির মেয়াদ উত্তীর্ণ হলেও নানা কারনে গত ১০ বছর জেলার সম্মেলন সম্পন্ন করা সম্ভব হয়নি। আওয়ামীলীগের সাংগঠনিক নিয়ম অনুযায়ী ১ শত ৭২ জন কাউন্সিলরের ভোটে নতুন কমিটি গঠন হওয়ার কথা রয়েছে।

এই সম্মেলনে নতুন করে সভাপতি-সাধারণ সম্পাদক হওয়ার জন্য অন্তত এক ডজন নেতার নাম শুনা যাচ্ছিল দীর্ঘদিন আগে থেকেই। আওয়ামীলীগের সাংগঠনিক নিয়ম অনুযায়ী কাউন্সিলর-ডেলিগেটদের সরাসরি ভোটে নতুন সভাপতি-সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ার কথা। কিন্তু বৃহস্পতিবার রাত ৯টার পর থেকেই ঢাকা শহর এবং শরীয়তপুর জেলার সর্বত্রই ছরিয়ে পরে পরবর্তি কমিটির দুই ভাইটাল নেতার নাম।

জানা গেছে, দলীয় সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে বৃহস্পতিবার রাতে দেখা করতে যান শরীয়তপুরের দুই প্রভাবশালী নেতা, যারা আওয়ামীলীগের কেন্দ্রীয় রাজনীতির সাথে জড়িত। তাদের কাছে নাকি সভানেত্রী জানিয়ে দিয়েছেন শরীয়তপুর জেলার পরবর্তি সভাপতি হবে দলের বর্তমান সহ-সভাপতি পদ্মা সেতু বাস্তবায়ন পরিষদের সভাপতি ছাবেদুর রহমান খোকা শিকদার এবং সাধরণ ম্পাদক পদে বর্তমান নেতা অনল কুমার দে’কে পূনঃবহাল করা হবে। গণভবনে অভ্যাগত ওই দুই নেতার মাধ্যমে এ সংবাদ বাতাসের গতিতে ছরিয়ে পরে সারা দেশে। ফলে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে নেতা-কর্মীদের মাঝে। সভানেত্রীর এই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন বেশীরভাগ লোক। তার পরেও খোকা শিকদার ও অনল কুমার দে’র বাড়ি একই উপজেলার একই ইউনিয়নের একই গ্রামে পাশাপাশি হওয়ায় সংগঠনের ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পরেছেন মাঠের কর্মীরা। কারন, দুই নেতা একই গ্রামের বাসিন্দা হওয়ায় দলের ভবিষ্যৎ কার্যক্রমে গতি না থাকার সম্ভাবনাকেই বড় করে দেখছেন তৃণমূলের নেতা-কর্মীরা।

জেলা আ’লীগের নেতৃবৃন্দ জানিয়েছেন, সম্মেলনের সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। একটি উৎসব মূখর পরিবেশে অন্তত অর্ধ লক্ষ মানুষের উপস্থিতিতে এই সম্মেলন হবে। জাতীয় কারনেই শরীয়তপুর জেলা আ‘লীগের এই সম্মেলন অনেক গুরুত্ব বহন করে। জননেত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ বিনির্মানে জেলা আওয়ামীলীগের পরবর্তি নতুন কমিটি অগ্রনী ভ’মিকা পালন করবে।

শরীয়তপুর অতিরিক্ত পুলিশ সুপার মো. এহসান শাহ বলেছেন, আওয়ামীলীগের সম্মেলনকে ঘিরে শরীয়তপুর জেলা শহরকে নিরাপত্তার চাদরে ঢেকে দেয়া হয়েছে। মোট তিন স্তরের নিরাপত্তা বেষ্টনী তৈরি করা হয়েছে সম্মেলন স্থল শরীয়তপুর স্টেডিয়াম ও এর বাইরে। সিসি টিভি ক্যামেরার মাধ্যমে সব কিছু পর্যবেক্ষনে রাখা হবে। কেউ যাতে কোন রকম অনভিপ্রেত ঘটনা না ঘটাতে পারে সেদিকে সার্বক্ষনিক পুলিশের কড়া নজরদারি থাকবে।

(কেএনআই/এএস/ফেব্রুয়ারি ২৬, ২০১৬)

পাঠকের মতামত:

০৩ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test