E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

দিনাজপুরে শুরু হয়েছে সাতদিনব্যাপী লোকনাথ মেলা

২০১৪ জুন ০২ ১৫:৫৬:১৫
দিনাজপুরে শুরু হয়েছে সাতদিনব্যাপী লোকনাথ মেলা

দিনাজপুর প্রতিনিধি : “সৎ পথে চলো-সত্য পথে চলো” বাবা লোকনাথের এই বাণীকে লালন করে দেশের উত্তরবঙ্গে প্রথমবারের মতো উদ্বোধন করা হয়েছে বাবা লোকনাথ মন্দির। এ উপলক্ষে উত্তরবঙ্গের হাজার হাজার ভক্তের সম্মিলনে দিনাজপুরে শুরু হয়েছে বাবা লোকনাথের তিরোধাম উৎসব ও সাতদিনব্যাপী লোকনাথ মেলা।

সোমবার সকালে পূজা অর্চণার মধ্য দিয়ে প্রতিষ্ঠা করা হয় লোকনাথ মন্দির। মন্দির প্রতিষ্ঠার পর ভক্তরা পায়ে হেঁটে পাশ্ববর্তী কালিতলা মন্দির সংলগ্ন পুকুর থেকে জল নিয়ে এসে মন্দিরে অর্পন করে। এছাড়া আয়োজন করা কীর্তন, গীতা পাঠ, প্রসাদ বিতরণসহ সাতদিনব্যাপী অনুষ্ঠানের ।
দিনাজপুর শহরের রায়সাহেব বাড়ীতে প্রতিষ্ঠিত এই মন্দির প্রাঙ্গনে আয়োজন করা হয়েছে সাত দিনব্যাপী লোকনাথ মেলার। মেলায় কবিগানসহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আয়োজকরা জানান, বাবা লোকনাথের আদর্শ প্রতিষ্ঠার মাধ্যমে একটি সুশৃংখল সমাজ গঠনের দিনাজপুরে প্রতিষ্ঠিত করা হয়েছে এই মন্দির। এটিই উত্তরবঙ্গের প্রথম লোকনাথ মন্দির বলে জানান মন্দির কমিটির সদস্যরা।
(এটি/এএস/জুন ০২, ২০১৪)

পাঠকের মতামত:

২০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test