E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত হলেন বিজিবি নায়েক মিজানুর

২০১৪ জুন ০২ ১৬:১৯:১১
রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত হলেন বিজিবি নায়েক মিজানুর

কুমিল্লা প্রতিনিধি : আত্মীয়-স্বজন এবং সহকর্মীদের শ্রদ্ধা আর ভালোবাসায় রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক কবরস্থানে সমাহিত করা হয়েছেন শহীদ বিজিবি সদস্য নায়েক মিজানুর রহমানকে। সোমবার দুপুর আড়াইটায় তাকে তার গ্রামের বাড়ি কুমিল্লার দেবিদ্বারের বেলানগর গ্রামে সমাহিত করা হয়।

এর আগে সোমবার নাইক্ষ্যংছড়ি থেকে মিজানুর রহমানের মরদেহ বিমান বাহিনীর একটি হেলিকপ্টার যোগে কুমিল্লায় আনা হয়। দুপুরে ১.০৫ মিনিটে কুমিল্লার চান্দিনা উপজেলার ছয়গরিয়া নামক স্থানে হেলিকপ্টারটি অবতরণ করে।

এ সময় বিজিবির ব্রিগেডিয়ার জেনারেল আনিসুর রহমান, কুমিল্লার জেলা প্রশাসক তোফাজ্জল হোসেন মিয়া ও পুলিশ সুপার টুটুল চক্রবর্তীসহ বিবিজির পদস্থ কর্মকর্তা এবং চান্দিনা ও দেবিদ্বার উপজেলার প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পরে বিজিবির একটি অ্যাম্বুলেন্সে মরদেহ তার দেবিদ্বারের বেলানগর গ্রামের বাড়িতে নিয়ে এলে সেখানে তার স্ত্রী, চার কন্যা, স্বজনরা কান্নায় ভেঙে পড়েন।

দুপর ২.৩০ টায় বাড়ির পাশের ঈদগাহ ময়দানে রাষ্ট্রীয় মর্যাদায় সম্মান প্রদর্শন, বিজিবির পক্ষ থেকে কফিনে পুস্পস্তবক অর্পণ এবং নামাজে জানাজা শেষে বাবার কবরের পাশে তাকে সমাহিত করা হয়।

শহীদ মিজানের জানাজায় অংশগ্রহণ করে বক্তব্য দেন ও শোকাহত পরিবারকে সান্তনা দেন বিজিবি কর্মকর্তারা। এছাড়া দেবিদ্বারের সংসদ সদস্য রাজী মোহাম্মদ ফখরুল মুন্সি, চাচা আবুল কাশেমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গও এ সময় উপস্থিত ছিলেন।

বিজিবির ব্রিগেডিয়ার জেনারেল আনিছুর রহমান জানান, শহীদ মিজানের পরিবারকে বিজিবির পক্ষ থেকে নগদ পাঁচ লাখ টাকা অনুদান দেয়া হয়েছে। পর্যায়ক্রমে ক্ষতিগ্রস্ত ওই পরিবারকে সবধরনের সহায়তা প্রদান করা হবে।

(এইচকেজে/এএস/জুন ০২, ২০১৪)

পাঠকের মতামত:

২০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test