E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

গৌরীপুরে ট্রেন দুর্ঘটনা তদন্তে ৩ সদস্যের তদন্ত টিম গঠন

২০১৬ ফেব্রুয়ারি ২৭ ১৮:০২:৩১
গৌরীপুরে ট্রেন দুর্ঘটনা তদন্তে ৩ সদস্যের তদন্ত টিম গঠন

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের গৌরীপুরে ট্রেন দুর্ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্তদল শুক্রবার রাতেই দুর্ঘটনাস্থল সরজমিন পরিদর্শন, কর্মকর্তাদের সাক্ষ্য গ্রহণ ও দুর্ঘটনার কারণ অনুসন্ধান শেষে শুক্রবার রাতেই ঢাকার উদ্দেশ্যে রওয়ানা দেন।

অপরদিকে ৯ঘন্টা পর ময়মনসিংহ-জারিয়া, ময়মনসিংহ-মোহনগঞ্জ লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। শনিবার বিকাল ৩টা পর্যন্ত দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত রেললাইনের মেরামত কাজ চলছে।

দুর্ঘটনার কারণ অনুসন্ধানে রেলওয়ের সহকারী পরিবহন কর্মকর্তা মো. মজিবুর রহমানের নেতৃত্বে সহকারী সংকেত কর্মকর্তা সানোয়ার হোসেন ও সহকারী নির্বাহী প্রকৌশলী মো. সিরাজ জিন্নাত ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন। সিগন্যাল, লাইন, ভিডিও ফুটেজ, কর্মকর্তাদের সাক্ষ্য নেন। মো. মজিবুর রহমান জানান, এখনও তদন্ত চলছে। ৩দিনের মধ্যেই রির্পোট দেয়া হবে।

শনিবার সরজমিনে গিয়ে দেখা যায় ক্ষতিগ্রস্ত রেললাইনে এখনও মেরামত কাজ চলছে। দূর্ঘটনার ৯ ঘন্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে উল্লেখ করে স্টেশন মাস্টার মির্জা মো. শামছুল আলম জানান, ক্ষতিগ্রস্ত রেললাইন মেরামতে আরও সময় লাগবে। মোহনগঞ্জ থেকে ময়মনসিংহগামী ২৬১নং আপ ট্রেনটি শুক্রবার গৌরীপুর রেলওয়ে জংশনের প্রবেশ মুখে দুর্ঘটনায় পতিত হয়।

(এসআইএম/এএস/ফেব্রুয়ারি ২৭, ২০১৬)

পাঠকের মতামত:

০৪ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test