E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

মঙ্গলবার দশম জাতীয় সংসদের বাজেট অধিবেশন শুরু

২০১৪ জুন ০২ ১৭:১২:১৫
মঙ্গলবার দশম জাতীয় সংসদের বাজেট অধিবেশন শুরু

স্টাফ রিপোর্টার : ৩ জুন মঙ্গলবার থেকে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীরর সভাপতিত্বে দশম জাতীয় সংসদের বাজেট অধিবেশন শুরু হচ্ছে। মঙ্গলবার বিকেল ৫টায় এ অধিবেশন শুরু হবে।

এটি বর্তমান সরকারের প্রথম ও বাংলাদেশের ৪৪তম বাজেট। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ৫ জুন বৃহস্পতিবার ২০১৪-১৫ অর্থবছরের বাজেট পেশ করবেন।

সংসদ সচিবালয় জানিয়েছে, প্রতিবারের মত এবারও অর্থমন্ত্রী প্রজেক্টরের মাধ্যমে বাজেট উপস্থাপন ও বক্তৃতা করবেন। আলোচনা শেষে আগামী ৩০ জুন বাজেট পাস হবে।

মঙ্গলবার বিকেল ৪টায় কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে অধিবেশনের মেয়াদ নির্ধারণ করা হবে। বাজেট অধিবেশনে উত্থাপনের জন্য এ পর্যন্ত একটি মাত্র বিল সংসদ সচিবালয়ে জমা পড়েছে।

জাতীয় সংসদকে ডিজিটাল করার অংশ হিসেবে এমপিদের ল্যাপটপ দেয়া হয়েছে।

(ওএস/এটিআর/জুন ০২, ২০১৪)

পাঠকের মতামত:

১০ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test