E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

‘ঠিকাদারের চেয়ে সাধারণ মানুষের স্বার্থকে অধিক গুরুত্ব দিতে হবে’

২০১৬ ফেব্রুয়ারি ২৯ ১৬:০৩:০৪
‘ঠিকাদারের চেয়ে সাধারণ মানুষের স্বার্থকে অধিক গুরুত্ব দিতে হবে’

নওগাঁ প্রতিনিধি : স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) প্রধান প্রকৌশলী শ্যামা প্রসাদ অধিকারী বলেছেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দেশ ও সাধারন মানুষের ভাগ্যোন্নয়নে নিরলসভাবে কাজ করে চলেছেন। দেশ ও সাধারণ মানুষের উন্নয়নের কথা বিবেচনা করেই তিনি এলজিইডির মাধ্যমে গ্রামীন জনপদের রাস্তাঘাট ও অবকাঠামোর ব্যাপক উন্নয়ন করছেন। যা অতীতে কখনো হয়নি।

তিনি এলজিইডির সংশ্লিষ্ট প্রকৌশলী ও কর্মকর্তাদের উদ্দেশে বলেন, সরকারের এই উন্নয়ন কর্মসূচীতে সাধারণ মানুষকে সম্পৃক্ত করতে হবে। আর এলজিইডির সকল উন্নয়ন কার্যক্রমে কোন ঠিকাদারের স্বার্থ আগে নয়, সংশ্লিষ্ট এলাকার সাধারন মানুষের স্বার্থকে অধিক গুরুত্ব দেয়ার জন্য তিনি এলজিইডির সকল প্রকৌশলী ও কর্মকর্তাদের নির্দেশ দেন। শনিবার সকাল ১০টায় নওগাঁ এলজিইডি ভবন চত্বরে আয়োজিত ২০১৫-১৬ অর্থবছরে রাজশাহী বিভাগে এলজিইডির আওতায় বাস্তবায়নাধীন উন্নয়ন কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা ও কর্মশালায় সভাপতির বক্তব্যে তিনি কথাগুলো বলেন।

প্রধান প্রকৌশলী বলেন, চলতি অর্থবছরে এলজিইডি প্রায় ১৬ হাজার কোটি টাকার উন্নয়ন কার্যক্রম বাস্তবায়িত করছে। এর মধ্যে উল্লেখযোগ্য অংশের কাজ হচ্ছে রাজশাহী বিভাগের জেলাগুলোতে। সরকারের নিজস্ব অর্থায়ন ছাড়াও বিশ্ব ব্যাংক, এডিবি, জাইকা, সৌদি ফান্ড, আইডিবি অর্থায়নে নগর, গ্রামীণ ও পানি সম্পদ উন্নয়নে রাজশাহী বিভাগের ৮ জেলায় ৩৮টি প্রকল্পের আওতায় উন্নয়ন কাজ বাস্তবায়ন করা হচ্ছে। তিনি কাজের গুনগত মানের দিকে বিশেষ দৃষ্টি রেখে নির্ধারিত সময়ের মধ্যে সকল প্রকল্পের কাজ শেষ করার জন্য সংশ্লিষ্ট প্রকল্প পরিচালকসহ উপস্থিত মাঠ পর্যায়ের সকল কর্মকর্তাকে তাগিদ দেন। রাজশাহী বিভাগে প্রধানমন্ত্রী প্রতিশ্রুত সকল কার্যক্রম অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত সম্পন্ন করার জন্যও নির্দেশ দেন তিনি।

প্রধান প্রকৌশলী দেশ গঠনে এলজিইডির ভুমিকার উল্লেখ করে বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের পরিকল্পনা অনুযায়ী আগামী ২০২১ সালের মধ্যে বাংলাদেশকে মধ্যম আয়ের দেশ এবং ২০৪১ সালের মধ্যে উন্নত দেশে পরিনত করার যে অর্জন হবে, এলজিইডি হবে তার গর্বিত অংশিদার। সেই লক্ষ সামনে রেখেই আমাদের কাজ করতে হবে।

এসময় অতিরিক্ত প্রধান প্রকৌশলী (নগর ব্যবস্থাপনা) মোঃ আনোয়ার হোসেন, রাজশাহী বিভাগের অতিরিক্ত প্রধান প্রকৌশলী আলী আহমেদ, তত্বাবধায়ক প্রকৌশলী (প্রকল্প মনিটরিং ও মূল্যায়ন) নূর মোহাম্মদ, তত্বাবধায়ক প্রকৌশলী (রাজশাহী অঞ্চল) মোঃ গোলাম মোস্তফা, তত্বাবধায়ক প্রকৌশলী (বগুড়া অঞ্চল) মোঃ গোলাম কিবরিয়া, নওগাঁর নির্বাহী প্রকৌশলী মোঃ বাদশা মিয়া প্রমুখ বক্তব্য রাখেন।কর্মশালায় বিভিন্ন প্রকল্প পরিচালক ছাড়াও রাজশাহী বিভাগের সকল নির্বাহী প্রকৌশলী, সিনিয়র সহকারী প্রকৌশলী, সহকারী প্রকৌশলী, উপজেলা প্রকৌশলী, সাংবাদিকসহ প্রায় ৫ শতাধিক কর্মকর্তা উপস্থিত ছিলেন।

(বিএম/এএস/ফেব্রুয়ারি ২৯, ২০১৬)

পাঠকের মতামত:

০২ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test