E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

চাটমোহরে বাল্যবিয়ে, বরসহ ২ জনের কারাদণ্ড

২০১৬ মার্চ ০১ ১৫:০৮:১৭
চাটমোহরে বাল্যবিয়ে, বরসহ ২ জনের কারাদণ্ড

চাটমোহর (পাবনা) প্রতিনিধি : চাটমোহর উপজেলার দোদারিয়া গ্রামে বাল্যবিয়ের চেষ্টাকালে সোমবার বিকেলে বরসহ দুইজনকে জেল জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী জুলিকে বৃদ্ধি করে হলফনামা সম্পাদন করায় ওই আইনজীবির বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলে জানান নির্বাহী ম্যাজিষ্ট্রেট।

দন্ডপ্রাপ্তরা হলো, উপজেলার বিলচলন ইউনিয়নের সেনগ্রাম দড়িপাড়া গ্রামের রফিকুল ইসলামের ছেলে রুবেল হোসেন (২১) এবং মুলগ্রাম ইউয়িনের ঝবঝবিয়া গ্রামের রাজু সরদারের ছেলে বরের দুলাভাই শাহীন হোসেন (২৮)।

জানা যায়, বিলচলন ইউনিয়নের দোদারিয়া গ্রামের মজু প্রামানিকের শিশুকন্যা জুলি খাতুন (১১) সাথে বিয়ের হচ্ছিল একই ইউনিয়নের সেনগ্রাম দড়িপাড়া রুবেল হোসেনের। বিয়ে কনে শিশু জুলি দোদারিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেনীর ছাত্রী।

বাল্যবিয়ের খবর পেয়ে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে বাল্যবিয়ে বন্ধ করেন। পরে উপজেলা সহকারী কর্মকর্তা (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. মিজানুর রহমান বাল্য বিয়ের দায়ে বর রুবেল ও তার দুলাভাই শাহীনকে স্বাক্ষ্য প্রমান শেষে ১৯২৯ সালের বাল্যবিবাহ নিরোধ আইন (সংশোধনী ১৯৮৪) ধারা ৬ অনুযায়ী অপরাধ প্রমানিত হওয়ায় দু’জনকে এক মাসের বিনাশ্রম কারাদন্ড ও এক হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৭ দিনের কারাদন্ড প্রদান করেন। দন্ডপ্রাপ্তদের রাত সাড়ে ৮ টায় পাবনা জেল হাজতে প্রেরণ করা হয়।

এ প্রসঙ্গে উপজেলা সহকারী কর্মকর্তা (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. মিজানুর রহমান বলেন, আমি তথ্য নিয়ে জেনেছি চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী জুলিকে একজন আইনজীবি বয়স বৃদ্ধি করে হলফনামা সম্পাদন করেছেন। ওই আইনজীবির বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

(এসএইচএম/এএস/০১ মার্চ, ২০১৬)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test