E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

পীরগঞ্জে জাপা মনোনীত চেয়ারম্যান প্রার্থীদেরকে মনোনয়ন প্রদান

২০১৬ মার্চ ০১ ১৭:৫০:৫১
পীরগঞ্জে জাপা মনোনীত চেয়ারম্যান প্রার্থীদেরকে মনোনয়ন প্রদান

পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি : ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে পীরগঞ্জ উপজেলা জাতীয় পার্টির (জাপা) মনোনীত চেয়ারম্যান প্রার্থীদের মাঝে মনোনয়ন পত্র বিতরণ করা হয়েছে। মঙ্গলবার উপজেলা জাপার কার্যালয় ‘এরশাদ ভবন’ থেকে স্থানীয় জাপা নেতৃবৃন্দ ওই মনোনয়ন পত্র বিতরণ করেন।

জাপা সূত্রে জানা গেছে, আগামী ৩১ মার্চ ইউপি নির্বাচন উপলক্ষ্যে পীরগঞ্জের ১০ টি ইউনিয়নে জাপার মনোনীত চেয়ারম্যান প্রার্থীদের কাছে মনোনয়নপত্র বিতরণ করা হয়েছে। এ সময় উপজেলা জাপার সভাপতি আব্দুল গফুর সরকার, সহ সভাপতি আলহাজ্ব নোমান ইকবাল খসরু, সাধারণ সম্পাদক নুর আলম যাদু, যুগ্ম সম্পাদক জাইদুল ইসলাম ও আলমগীর হোসেন, সাংগঠনিক সম্পাদক আতোয়ার রহমান পিন্টু, সদস্য শাহজাহান আলী প্রধানসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

যাদেরকে চেয়ারম্যান প্রার্থী হিসেবে লাঙ্গল প্রতীকের মনোনয়ন প্রদান করা হয়েছে, তারা হলেন- চৈত্রকোল ইউনিয়নের ইছাহাক আলী মাষ্টার; ভেন্ডাবাড়ীর মোস্তাফিজার রহমান; বড় দরগা ইউপির- বিশিষ্ট ব্যবসায়ী মোঃ ফারুক মিয়া; কুমেদপুরে- মকবুল হোসেন; টুকুরিয়ায় বর্তমান চেয়ারম্যান মিজানুর রহমান শাহীন; শানেরহাটে সাবেক চেয়ারম্যান আবেদ হোসেন খাঁন মাজু; পাঁচগাছীতে- ওয়ালিউর রহমান সাকি; মিঠিপুরে হারুন অর রশিদ; চতরায়- ইউপি সদস্য জয়নাল আবেদীন এবং কাবিলপুরে লুৎফর রহমান।

উপজেলা নির্বাচন অফিস সূত্র জানায়, পীরগঞ্জ পৌর সভার সীমানা নির্ধারণ না হওয়ায় পীরগঞ্জ, রামনাথপুর, রায়পুর এবং মেয়াদ পূর্ন না হওয়ায় বড়আলমপুর ইউনিয়নে এখন নির্বাচন হচ্ছে না। পাশাপাশি মদনখালীতে জাপার চেয়ারম্যান প্রার্থী এখনো চুড়ান্ত হয়নি।

(জিকেবি/এএস/০১ মার্চ, ২০১৬)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test